Anneysha Mukherjee   (অনু)
80 Followers · 19 Following

read more
Joined 27 February 2018


read more
Joined 27 February 2018
29 SEP 2023 AT 20:25

ধরো যদি হঠাৎ সন্ধ্যে
তোমার দেখা আমার সঙ্গে....

-


3 MAR 2023 AT 23:35

যদি ঝড়ে যাবে, শতদল
বলো ফুটেছিলে কেন তবে?
ধরণীর বুকে না জানি আর কতো
ভালোবাসার নামে ব্যবসা হবে?

-


28 JAN 2023 AT 23:49

ক্ষত

-


16 JAN 2023 AT 23:51

স্বপ্ন, বেঁচে আছো আমার মধ্যে?
ছুঁতে পারিনা কেন তোমায়?

-


28 DEC 2022 AT 23:48

শহরতলী হারিয়ে গেছে,
বন্যাঢাকা নদীর পার।
ফিরতে চাওয়া শহর জানে-
ফেরা মানে শুধু হাহাকার!

-


18 DEC 2022 AT 0:05

অধ্যায়টা খাপছাড়া, কিন্তু অনেক স্বপ্ন ছিল। আমি চাই আমার উপন্যাসের এই অধ্যায়টা অন্য কেউ পুরো করুক।
আমার স্বপ্নরা ছোট জানি। কিন্তু, ওদের ও এবার একা চলতে শিখতে হবে।

শুভ কামনা....

-


1 OCT 2022 AT 7:59

শারদপ্রাত
(প্রবাসী সিরিজ)

-


7 AUG 2022 AT 9:26

যেভাবে পথের ধারে থেকে থেকে চোখ চলে যায়,
উদাসী মনের সাথে লাগে দোল তমাল শাখায়।
যেভাবে হাত বাড়ালে কুড়েঘরে বর্ষা আসে-
সেভাবে জড়িয়ে বুকে শ্রাবণের বারবেলাতে
থেকে যাস সারাজীবন
অস্তরাগে বৃষ্টি মেখে।

প্লাবণী আসবো আবার আলুথালু খামখেয়ালি,
কোথা নেই দামাল হাওয়া, নীরবতা বেহিসাবী।
ছুঁয়ে যাবো চোখের তারা, কান্না তো নয় সে আমার!
খালি হাতে ফিরবো আবার, একা রেখে মেঘপ্রপাত-
সেদিন ও মনের কোণে থেকে যাস সংগোপনে
শ্রাবণের শেষবেলাতে
ঋতুর শেষ বৃষ্টি হয়ে।

-


6 AUG 2022 AT 0:51

তুই থেকে যা-
একলা রাতে স্মৃতির উড়োজাহাজ!

অতীতের চেয়ে বড়ো কোন সত্য নেই।

-


20 JUL 2022 AT 1:06

চোখের তারায় রাত জমেছে কয়েক টন,
ভেলকি দেখায় স্মৃতিময় অন্ধ শ্মশানযাত্রী।
হেসে বেড়ায় ক্লান্ত জীর্ণ তিক্ত অভিজ্ঞতা,
জলের তোড়ে ডোবে ভাসে আমার প্রতিটি কালরাত্রি।

-


Fetching Anneysha Mukherjee Quotes