Ankur Chakraborty   (অঙ্কুর)
58 Followers · 16 Following

Joined 1 December 2017


Joined 1 December 2017
9 JAN 2022 AT 11:11

চল ভ্যাকসিন চালাই
কোভিড বলবে "পালাই"
মুখোশ ব্যর্থ হলে
নাকের ফুঁটো ঢালাই!

ঢালাই, ঝালাই সবই হবে
মালাই খাবে সরকারই
কোভিড থেকে বাঁচতে হলে
দূরত্বটা দরকারী

টিভির থেকে থাকুন দূরে
কাগজ ফেলুন আস্তাকুঁড়ে
নয়তো পকেট শূন্য হবে
জুটবে না ভাত, তরকারী

-


27 DEC 2021 AT 11:39

ভুট্টা?না কি পপকর্ন?
করোনা? না কি ওমিক্রন?
শিঙ গজালেই ইউনিকর্ন
মিডিয়া গেলায় সফ্ট-পর্ন

-


18 NOV 2021 AT 16:49

চাই ডিজেলের কমুক দাম
দেখি cheap হলো হুইস্কি, RUM
সোল্লাসে বলো "জয়শ্রীরাম"
নয়তো রাষ্ট্র তুলবে চাম

-


9 NOV 2021 AT 19:36

নিচ্ছে যারা ডবল ডোজ
ছবির ফ্রেমে দিচ্ছে পোজ
বাড়ির পাশেই লাগাও খোঁজ
একটা করে টেঁসছে রোজ

-


29 OCT 2021 AT 14:51

ত্রিপুরা জ্বলে ত্রিপুরা পোড়ে ত্রিপুরা কাঁদে ওই
ত্রিপুরা নিয়ে পক্ষী তোমার কিচিরমিচির কই?
সেখানে বুঝি বাঙালি থাকে? ত্রিপুরা কি মোর দেশ?
সংগঠনই হয়নি সেথা!! হোক না ওরা শেষ!!
বিবৃতিখান দেবক খানিক, না ছোঁব জল পানি
ত্রিপুরা নিয়ে বললে পুলিশ লেলিয়ে দেবে জানি

-


15 OCT 2021 AT 13:28

টেররিজমের কয়টি নাম
Aল্লা হোক বা জয়শ্রীraম
কেউ বলে "তোর কল্লা চাই"
কেউ বলে "আয়, লাঠি পেটাই"

মন্ডপ ভাঙে মুমিঞ্চদ
হেদুবীর বলে "নে প্রতিশোধ"
এদিকে জঠরে খাদ্য নাই
চাপ নেই, চল ধর্ম খাই!

-


30 SEP 2021 AT 11:05

কলকেতার দিদি লো, করছিস বটে ভুল
ডুবেঞ গেল পুরুল্যা, তু চোখদুটো তোর খুল!

-


30 SEP 2021 AT 9:46

হচ্ছে বৃষ্টি, জমছে জল
বৈশাখী নাচ দেখবি চল
দিদির জন্য দলবদল
সামনে ঝুলছে খুড়োর কল

-


25 SEP 2021 AT 14:30

ভোটের আগে বলেছ তোমরা CAA CAA ছিঃ ছিঃ
ভোটের পরে তোমরা এখন সঙ্ঘের কাছাকাছি

ভোটের আগে মুখে ছিল যার জয় বাংলার বুলি
ভোট মিটতেই বাঙালি মারলো, ওনার চোখেতে ঠুলি

ভোটের শুরুতে হিন্দিভাষীকে বহিরাগত যে দাগালে
ভোটের পরেতে তাদেরই জন্য কত না দরদ জাগালে

ভোট পেতে তুমি বাঙালি তোষনে ঢেলেছিলে কত মধু
ভোট শেষে সাজো হিন্দুস্তানী; বাঙালি ব্রাত্য শুধু

-


24 SEP 2021 AT 1:05

প্রতিবাদ শুধু হবে ফেসবুকে, ফাঁকা বুলি নিয়ে মুখে;
শীতলকুচির হত্যাকান্ড? সব গেছে চুকে-বুকে!
ভুলে যাবো কাল আসামের গুলি, পুজো এলে সম্মুখে;
তান্ডব নাচ নাচছে রাষ্ট্র, মৃত বাঙালির বুকে!

নাচছে দেখেছো জলপাই দল তোমার লাশের 'পরে?
ভাবছো রয়েছো খুব শান্তিতে অট্টালিকার ঘরে?
ধরবে তোমাকে, পুরবে তোমাকে গরাদের অন্দরে
বাংলা বললে রাষ্ট্র তোমাকে অপরাধী মনে করে!

-


Fetching Ankur Chakraborty Quotes