Ankit Saha   (©Ankit Writes)
1.2k Followers · 171 Following

read more
Joined 17 January 2017


read more
Joined 17 January 2017
2 SEP AT 9:45

গাড়ির আয়নায় পিছনের বস্তু গুলোকে
খুব কাছে মনে হয় কিন্তু আসলে কি তাই ?
আমাদের জীবনটাও অনেকটা সেরকম...
দুঃখকে মনের আয়নায় দেখতে পেলে জানবে
সেটা দেখছো কাছে কিন্তু আসলে অনেক দূরে
তাই দুঃখ পেয়ে লাভ নেই, আর
তোমার যদি মনে হয়, মনের আয়না দেখে
যে তুমি সুখ কে দূরে ফেলে এসেছো,
তাই সুখ কে দূরে দেখছো
তাহলে আবার মনের আয়নায় উঁকি মারবে
দেখবে সেটা তোমার থেকে খুব দূরে নেই,
আসলে খুবই কাছে।
মন আমাদের বোকা ব্যাক্সো,
যেমন খাবার দেবে, ও সেটাকেই আনন্দ করে খাবে,
শুধু মস্তিষ্কের সাহায্য নিয়ে একটু বুঝিয়ে সুঝিয়ে
খাইয়ে দিতে পারলেই হলো...
😊😊😊

-


27 JUL AT 1:37

সমাজ থেকে সাবধান!!!
এই সমাজ তোমাকে বারংবার
ভুল প্রমাণ করার চেষ্টা করবে।
নিজেদের ভুল গুলোকে আড়াল করে
তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে।
কিন্তু সেটাতে তুমি ভেঙে পড়লে,
জয় কিন্তু সমাজের হবে, আর যদি
চাও জয় তোমার হোক তাহলে
সমাজ কে তোমার মিষ্টি হাসি বা
তোমার নিস্তব্ধতা দিয়ে
পরাজিত করো...
😊😊😊

-


17 JUL AT 0:29

কাল!!!! কিসের কাল ??
কেন বিশ্বাস করো কালকে ?
কখনও কি ভেবে দেখেছো যে
"আজ" ও একটা "কাল" ছিল "কালকে" ?
আর
"কাল" ও আবার একটা "আজ" হবে "কালকে" ?
তাই বলি যেটা ইচ্ছে আজ ই করে নাও,
সেটা কাজ হোক, কি আনন্দ হোক,
কি দুঃখ প্রকাশ হোক, কি যাই হোক
কারণ কে বলতে পারে যে
Kal Ho Naa Ho.....

-


8 JUL AT 0:07

জুনের এক শেষ সন্ধ্যায়,
টিপ টিপ করে পড়া বৃষ্টির ছোঁয়ায়,
তোমার কাজল কালো আঁখি
আর স্নিগ্ধ ভেজা চুল
যেন Encyclopedia-র অজানা
তথ্যের চেয়েও বেশি আকর্ষণীয়...
❤️❤️❤️

-


4 JUL AT 1:00

আমি অদ্ভুত, আমি জরাজীর্ণ,
আমি এক নয়, আমি ভিন্ন।

-


30 JUN AT 22:48

মিষ্টি ফল,
পাখি কিন্তু ঠিক চিনে নেয়,
সে যতই আড়ালে থাকুক না কেন।
তাই তুমি তোমার কাজ করে যাও
একদিন না একদিন সেই কাজের দাম
উপরওয়ালা তোমাকে দেবেই।
হয়তো আজ আড়ালে আছো কিন্তু
খুব তাড়াতাড়ি তোমার সেই
কাজের প্রতি নিষ্ঠা ও একাগ্রতা
সবার চোখে পড়বে।
😊😊😊

-


14 MAY AT 0:02

আমি হেরেছি কিছু সময় কিন্তু জিততে আমি ভুলিনি,
আমি ভয় পেয়েছি কিছু সময় কিন্তু সাহস আমি হারাই নি,
আমি কেঁদেছি কিছু সময় কিন্তু হাসতে আমি ভুলিনি,
আমি ঢাল ব্যবহার করেছি কিছু সময় কিন্তু তলোয়ার চালাতে আমি ভুলিনি,
আমি নীরবে বসেছি কিছু সময় কিন্তু সবাইকে নিয়ে হুল্লোড় করতে আমি ভুলিনি,
আমি পিছু গেছি কিছু সময় কিন্তু সিঁড়ি দিয়ে উপরে ওঠা বন্ধ আমি করিনি
হয়তো আমি জীবন যুদ্ধে আড়ালে গেছি কিছু সময় কিন্তু যুদ্ধক্ষেত্র আমি ছাড়িনি
যতদিন শ্বাস পড়বে, লড়ে আমি যাবই কারণ হারতে আমি শিখিনি।
😊😊😊

-


11 MAY AT 10:34

ফলের আশা করোনা,
তবে কাজ টা এমন ভাবে করো,
গাছটাকে যত্ন করে এমন ভাবে বড় করো
যাতে একটা-দুটো নয়,
গাছ ভর্তি ফল ফোটে,
আর সবটা যাতে তোমার বাগান জুড়েই পরে।
যাতে এটা কোনদিন ও বলতে না হয়
যে আমার ভাগ্যটা এত খারাপ কেন?
ভাগ্যকে Credit বা Debit দেওয়া বন্ধ করো,
নিজের কর্মকে Credit বা Debit দেওয়া
অভ্যেসে পরিণত করো, দেখবে Failure এর
পরের চোখের জলটাও বেশ মিষ্টি এবং
চ্যালেঞ্জিং লাগবে আর ফল টা যেদিন পাবে সেটা
বাজারের ফলের থেকে ১০ গুণ বেশি মিষ্টি হবে...
😊😊😊

-


7 MAY AT 1:24

সবার কাছে তাদের দুঃখ দামী ,
আমার কেবল দুঃখ অনামী।
সবার কাছে তাদের লড়াই সেরা
আমার কেবল লড়াই আধছেঁড়া।
সবার কাছে তাদের আপস মহৎ
আমার কেবল আপস অনর্থক।
সবার কাছে তাদের বিষন্নতা মারাত্মক
আমার কেবল বিষন্নতা বিষাক্ত।
সবার কাছে তাদের সবটা সব
আমার সবটা কি তাহলে একটা ঢপ?
😊😊😊

-


2 APR AT 20:46

Your Patience,
When you have Nothing
&
Your Attitude,
When you have everything,
Decides your distinction as a Person...
😊😊😊

-


Fetching Ankit Saha Quotes