Anjali Das Gupta   (Anjali Das Gupta)
2 Followers · 4 Following

I love to write ✍️❤️. Please follow my page. Love, like, share and comment please.
Joined 26 October 2022


I love to write ✍️❤️. Please follow my page. Love, like, share and comment please.
Joined 26 October 2022
AN HOUR AGO

আমি তোমার চোখে খুঁজতে চেয়েছি
এক আকাশের ছবি,
না বলে কোথায় হারিয়ে গেলো
আমার মনের সেই কবি।
✍️ অঞ্জলী দাশ গুপ্ত

-


23 JUL AT 15:46

পরস্পরের দূরত্বের ব্যবধান এক আকাশ। কখনও সে ক্লান্ত পথিক, কখনও অপিপাসিত নদী , কখনও যাযাবর এক পাখি। ভালোবাসা মানে যারা শরীর খোঁজে, সেখানে আর ভালোবাসা থাকে কই.. ক্ষনিকের মোহে সব পুড়ে ছাই। যে দূরে থেকেও অপেক্ষা করে যাবে, না কাছে পেয়েও তাকেই চেয়ে যাবে, দুচোখের নিচের কালি যে তার ভালোবাসার স্পর্শে মুছে দেবে, কপালের চিন্তার ভাঁজ যে তার চুম্বন দিয়ে নতুন স্বপ্ন আঁকে বাঁচবার সেখানেই ভালোবাসা অমর থেকে যায়।
#অঞ্জলী দাশ গুপ্ত

-


22 JUL AT 17:23

ভুলে যেতে যেতে মনে পড়ে যায় সব। এখন সব থমকে গেছে চেনা নাম, চেনা স্বর।
উপরে শুধু একটা খোলসে ঢাকা। ভিতরটা একটা প্রবাহমান নদী।
যে আজও সেই অচেনা পাহারটিকে ছোঁয়ার অপেক্ষায়..
অঞ্জলী দাশ গুপ্ত

-


14 JUL AT 14:05

অনেক টা সময় কেটে গেছে, অপেক্ষা গুলো রোজ ভিজেছে ঘনো বর্ষায়।
একঘেয়েমি সব কিছু থেকে মুক্ত হোক অন্তর, বাঁধন ছাড়া পাখি ছুঁয়ে যাক তার প্রাণের আকাশ...
অঞ্জলী দাশ গুপ্ত

-


16 JUN AT 13:20

ভাঙছে রোজ নতুন করে,
হারিয়ে যাওয়ার ভিড়ে।
হঠাৎ কেন অকাল শ্রাবণ
নৌকা আসে না তীরে।
✍️অঞ্জলী দাশ গুপ্ত

-


22 MAY AT 23:26

নামহীন অভিমানে লেখা থাক, উড়ো চিঠি তোর ডাক নামে। হয়তো তা কল্পনা বা অলীক ধারণা। তবুও তো আছিস গল্পের পাতায়, কখনো ব্যস্ততার খাতায়। কখনো ফুলের সুগন্ধে খুঁজে পাই তোকে। কখনো নিস্তব্ধতার প্রতিটি মুহূর্তে।

সময়ের অগোচরে রয়ে যায় ফেলে আসা পথ। একলা মাঠের নির্জনতা বড্ড ভাবায় আজও। চোখের কোণে কালি বুঝিয়ে দেয় সেই তীব্রতার বেগ। তবুও মনের ভাষা বোঝা হয়ে যায়।
অঞ্জলী দাশ গুপ্ত

-


5 MAY AT 22:39

এই সমাজ প্রতিদিন নতুন কিছু শেখাচ্ছে। নতুন তিক্তকর অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে। পায়ের তলায় নিমিষের মধ্যে পিষে দেওয়া হয় মুহূর্তের মধ্যে। কারণ তুমি প্রতিবাদি, কারণ তুমি অন্যায়ের সাথে আপোষ করো না।

-


17 MAR AT 20:17

মনের ঠিকানার খোঁজ রাখতে গেলে, ভালোবাসা দিয়ে বাঁধতে জানতে হয়।
অঞ্জলী দাশ গুপ্ত

-


16 MAR AT 12:47

আমার পরিবারে সবাই কে স্বাগত। আমাকে যোগ্য মনে করলে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করো।
https://www.facebook.com/100009485370407/subscribe/ https://www.facebook.com/100009485370407/subscribenow?surface=pinned_comments

-


7 FEB AT 16:33

কিছু কথা জলছবি হয়ে ভেসে রইল। মুখটাও মাঝে মাঝে অস্পষ্ট হয়ে যায়। ভাবার আগেই দূরের দিগন্ত রেখায় মিশে যায় চেনা নাম। গাছের পাতা গুলো অসময় ঝরে পড়ে , যেন অকাল বর্ষণ। নদী যেন উত্তাল , একুল অকুল শুধু জল রাশি। বাতাসে শোনা যায় শুধুই অট্টহাসি।
কথা না রাখার যন্ত্রণা।অবহেলায় পিষে ফেলার যন্ত্রণা। পরিচিত মুখ বদলে যাওয়ার যন্ত্রণা। কাছে চেয়েও না পাওয়ার যন্ত্রণা।স্মৃতি গুলো বিসর্জন দিয়ে মুখে মিথ্যা হাসি নিয়ে বেঁচে থাকার যন্ত্রণা।
এটাই জীবনের জলছবি...
#অঞ্জলী দাশ গুপ্ত

-


Fetching Anjali Das Gupta Quotes