ধুলো মাখা মাখা পথে আঁকড়ে ধরে স্মৃতির ভিড় ,
পিছু ফিরে দেখো অপেক্ষায় আজও ভালোবাসার নীড়।
অঞ্জলী দাশ গুপ্ত
-
অক্ষয় হোক প্রতিটি সময়
নিবিড়ে থাকুক বন্ধন,
আনমনা স্বপনে আসবো ফিরে
স্তব্ধ হবে ক্রন্দন।
অঞ্জলী দাশ গুপ্ত-
অভিমান লেখে আকাশ
তীব্র দহনের মাঝে পুড়ে,
মেঘের সাথে আড়ি
বৃষ্টি ঝড়ুক বিষাদ সুরে।
অঞ্জলী দাশ গুপ্ত-
#মন কেমন বৃষ্টি
#অঞ্জলী দাশ গুপ্ত
কখনো মেঘ কখনো বৃষ্টি
স্মৃতির পাতায় অবাক দৃষ্টি।
মন কেমন করা বিদ্যুতের ডাক
বৃষ্টির উল্লাসে চাতকের হাঁক।
ভিজে যায় বহু পুরাতন পাতা
লুকিয়ে রাখা সেই হারানো খাতা।
অজানা নামে সুর বাজে আঙিনায়
পদ্মের শোভা আজও পানায়।
গভীর থেকে গভীরতর হয় ক্ষত
সময়ের মাপকাঠিতে বাড়ছে সময় যত।
উন্মুক্ত আকাশে ইচ্ছেরা আজও বন্দী
মন পেরোয়নি পুরানো সেই গন্ডি।
-
হারিয়ে গেলেও খুঁজবো তোমায়
নীল দিঘির স্বচ্ছ জলে,
পাহাড় চূড়ায় বাদল নামে
ঝর্ণা ঝরে স্বপ্নের ছলে।
অঞ্জলী দাশ গুপ্ত-
হারিয়ে গেলেও খুঁজবো তোমায়
নীল দিঘির স্বচ্ছ জলে,
পাহাড় চূড়ায় বাদল নামে
ঝর্ণা ঝরে স্বপ্নের ছলে।
অঞ্জলী দাশ গুপ্ত-
হেঁটে চলে যায় ব্যথাদের মিছিল
অস্ফুট ভাবনারা আবদ্ধ গোলক ধাঁধায়,
দিনের আলো নিভে আঁধার সাজে
ব্যথাতুর মন আবদ্ধ কাঁদায়।
অঞ্জলী দাশ গুপ্ত-
নদীর কাছে ভাঙন আঁকে সময়
অসম্পূর্ণ রয়ে যায় বহু কথা ,
গোপনে আজও মায়াজালে জড়িয়ে
মিথ্যা মায়ায় সাজানো ব্যাথা।
অঞ্জলী দাশ গুপ্ত-
নীরব মেঘ পুঞ্জীভূত জমানো ব্যথায়
সময়ের ব্যবধানে ঝাপসা স্মৃতির ফাঁক,
শূন্যতা মিশে গেছে শূন্যে ,
একলা পথে অবসর জীবন থাক।
অঞ্জলী দাশ গুপ্ত-
মেঘের বুকে অভিমান থাক
জমে থাকা না বলা কথারা,
স্মৃতির পাতা এলোমেলো সব
শ্রাবণে ভাসে চোখের পাতারা।
✍️✍️অঞ্জলী দাশ গুপ্ত-