"নতুন আবেগ"
দাবদাহে উত্তপ্ত পিচ রাস্তার ওপর যে মরীচিকা গুলোএত্তক্ষণ ছিলো, সেগুলো এখন আর নেই।
আকাশে জমতে থাকা হালকা মেঘে রাস্তার মৃতপ্রায় মরীচিকা গুলোর শোক, রাস্তাকে যেই একটু কাতর করছে। তৎক্ষণাৎ তার ওপর প্রায় হুমড়ি খেয়ে এসে পড়ল শীতল বাতাস।
নতুন আবেগ।
এতক্ষন যে রাস্তা রোদের প্রচন্ড দাপটে ঝলসে উঠে, মরীচিকার বিভ্রান্তি সৃষ্টি করে নিজেকে মরুভূমির মতো ভীষণ মনে করছিল, সেই রাস্তাই মুহূর্তে শোক ভুলে নতুন আবেগে গা ভাসালো।
শুরু হলো বৃষ্টি।
রাস্তা, তার ওপর পড়তে থাকা ছিটে ফোঁটা বৃষ্টি কে মুহূর্তে ভাপ বানিয়ে বহমান শীতল বাতাসে মিশিয়ে দিলো নতুন গন্ধ।— % &-
ভাষার কোনো জাতি- ধর্ম - বর্ণ হয় না। ভাষা মায়ের মুখে শুনে শেখা। ভাষা গর্ব, ভাষা অহংকার। আমার মাতৃ ভাষা আমার প্রকাশের ভাষা, আমার রাগ, দুঃখ, আমার ভালো না লাগা, আমার আনন্দ, বিস্ময়, আমার প্রতিটি আবেগর প্রকাশ আমার ভাষায়। আমার ভালোবাসার ভাষা, আমার মায়ের ভাষা।
*আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।*🎉-
Once More She Wakes up, against those strong hands, which tried to crush her dreams.
Once More She Stands up in front of those greedy eyes, which looked at her flesh and blood.-
"মেয়েটা"(Unordered Phrases)
মেয়েটা আকাশ ভালোবাসে, বিশেষত রাতের আকাশ,আকাশ ছোঁয়ার ক্ষমতাও ওর আছে।
মেয়েটা গঙ্গার ধার ভালোবাসে, ওটা ওর মন ভালো করে দেয়।
মেয়েটা ওর বন্ধুদের ভালোবাসে,কারণ ওদের সাথে নিয়মহীন হয়ে কথা বলা যায়।
মেয়েটা ওর মাকে ভালোবাসে কারণ তিনি প্রতি পদক্ষেপে ওর সাথে ছিলেন।
মেয়েটা ওর বাবাকে ভালোবাসে কারণ তিনি কখনো ওকে না বলেননি।
মেয়েটা খেতে ভালোবাসে কারণ খাবার ওর মনকে তৃপ্তি দেয়।
মেয়েটা পড়তে ভালোবাসে কারণ ও গল্পে হারিয়ে যায়।
মেয়েটা "ব্যোমকেশ" কে ভালোবাসে কারণ ব্যোমকেশ বাঙালি গোয়েন্দা।
মেয়েটা নিজে নারী হিসেবে গর্ববোধ করে;কিন্তু পুরুষ কে ঘৃণা করেনা,কারণ
মেয়েটা মনুষ্যত্বে বিশ্বাস করে।
মেয়েটা সময় নষ্ট করে,তবে সময়ের সাথে দৌড়ে শেষ মুহূর্তে জিতে যায়।
মেয়েটা খোলা আকাশের নিচে মুক্ত হওয়াতে ভাসতে চায়; কোনো trend এ নয়।-
Toh, again the last evening of the year comes.
All I wanted to say is Sorry to everyone*. (*Exception)
"SORRY"-
Being Honest May Not Get You A Lot Of Friends
But It'll Get You The Right Ones.-
That person (s) is not your enemy,who have your seat in terms of "Reservation".
Instead,That particular person is you enemy, Who Is not creating a seat for you(for all of us).
-
"Tomorrow Will Be Better"
-The Only Hope That Keeps Us Alive Today.-