- তোমাকে এত বার ওটা করতে বারন করি তাও তুমি কথা শোনোনা কেন??
- সব কিছুই যদি শুধরে নি তাহলে বকবে কাকে? Boring লাগবে না ত তখন??-
anirban pal
(স্বপ্নের ফেরিওয়ালা)
14 Followers · 4 Following
Joined 24 June 2017
28 OCT 2021 AT 23:04
16 JUL 2020 AT 21:41
5 JUL 2020 AT 22:53
আজকে আবার ভালোবাসতে ইচ্ছে করছে ,মনের ভিতরের খাঁচার পুরানো দুঃখের পাখিটাকে মুক্তি দিতে চাইছে ।। মনের খাঁচাটাকে ভেঙ্গে দিই আর আকাশকে আপন করে নিই ।। পাখিগুলো আপন মনে উড়তে পারবে , নতুন বাসা পাবে ,নতুন স্বপ্ন পাবে।।
-
7 MAY 2019 AT 0:18
এলোমেলো করে দে রাতের দেখা স্বপ্নগুলো
ভাসিয়ে দে প্রেম সমুদ্রের মাঝে,ভেসে যাবে
ঠিক কোথাও না কোথাও স্বপ্ন দেখার মানেটা খুঁজে পাবে
-
23 MAR 2019 AT 23:57
গিজগিজ করছে স্মৃতিগুলো মাথার ভিতর, রোজ মদের রাবার দিয়ে একটা একটা করে অক্ষর মুছে চলেছি রোজ।। কিন্তু সারাজীবনের স্মৃতি কি ভোলা যায়??
বোতল খালি হয়।
সিগারেট শেষ হয়
একাকীত্বের সন্ধ্যাগুলো আরও লম্বা হয়।
কিন্তু স্মৃতির পাতা থেকে শব্দগুলো কেমন যেন অনির্বাণ হয়েই থেকে যায়
-