Anirban Mitra   (অনির্বাণ)
45 Followers · 33 Following

Students( B.PHARM )
Joined 13 May 2018


Students( B.PHARM )
Joined 13 May 2018
15 JUL AT 10:47

ONE DAY
I WILL MARRY YOU .
HAVE KIDS WITH YOU ..
TRAVEL THE WORLD WITH YOU ..
BUILD A HOUSE, SETTLE DOWN..
AND GROW OLDER WITH YOU ..
LOVE AND TREAT YOU RIGHT .

TRULY I WISH FOR A LIFE ONLY WITH YOU BABY

-


20 JUN 2022 AT 13:15

কথাটা খুবই ছোটো,
বলাটা খুবই দরকার ।
হাঁ , মানছি এই জীবন টা আমার ,
কিন্তু তোমার থাকাটা খুবই দরকার । — % &

-


27 FEB 2022 AT 20:57

যদি থাকো তুমি ,
তবে সব আয়োজন শেষে ,
কোলাহল ভুলে তোমার কাছেই ফিরবো
সন্ধ্যে নামার আগে।— % &

-


31 DEC 2021 AT 22:44

HAPPY NEW YEAR 2022
বছরের প্রথম দিন, নতুন একটা জীবন , নতুন চিন্তা - ভাবনা , নতুন সমস্যা , নতুন সুখ- দুঃখ ..... এটা নতুন বছর এলেই মনে আসে।
ফেলে আসা বছরে নিজের ভুল , ঠিক , ভালো মন্ধ , গুলোকে দেখে ভেবে নতুন বছরকে নিজের হৃদয়ের অন্থস্থল থেকে আমন্ত্রণ করো।
নিজেকে নুতন ভেবে গড়, যাতে ৩৬৫ দিনে তোমায় না কেউ ভাঙতে পারে।
আমরা অনেক টা সময় এক সাথে কাটিয়েছি , জীবনের অনেক টা নিজেদের মধ্যে ভাগ করতে পেরেছি , নিজেদের ভালো , খারাপ নিয়ে আলোচনা করেছি। আমরা কষ্ট পেয়েছি , আবার অনেক অনেক সুখ ও খুঁজেছি।
আমাদের সম্পর্কটা খুব মিষ্টি তাই আমি তোর নাম দিয়েছি আমার পুচি। আজকের দিনে সবাই তার প্রিয় ভালোবাসার মানুষটিকে কিছু বলে , ঠিক সে রকম ভাবেই আমি তোমায় বলছি ......
" আমি কতটা তোকে ভালোবাসি জানি না ...
কেনো ভালোবেসেছিলাম সেটা ও জানি না ....
কেনো ভালোবাসবো সেটা ও জানি না ......
কিন্তু এই টুকু বলতে পারি আমি ভালবাসতাম , ভালোবাসি, আর ভালোবাসবো ,,,,, আর সাথে এতটাও বলতে পারি আমার থেকে ভালো তোকে কেউ বাসবে না ।
আমরা নিজেদের ভুল গুলো কে না মনে রেখে সে গুলোকে ঠিক করে দেবো...... যে কোনো পরিস্থিতিতে দুজন দুজনের পাশে থাকবো , খুব ভালো সময় কাটাব একসাথে । আরো খুশিতে রাখার চেষ্টা করবো ।
আমি তোকে খুব খুব ভালোবাসি ।
A great bright future ahead . Keep cool and carry on. I'm always with you.
🌹🫂😘❤️

-


3 JUN 2020 AT 19:59

' কলঙ্কিত মানব '
ওরা কি মানুষ ? না মানুষরূপী হত্যাকারী ?

আমরা জানি কে, অধিকাংশ শিক্ষিত মানুষ বাস করেন কেরালায় । ঠিক তেমনি আমরা প্রাচীন কালের প্রবাদ থেকে শুনেছি ' শিক্ষিত মানুষদের নাকি মনুষত্য , মানবিকতা থাকে না ' - আজ সেটা আবার একবার প্রমাণ হলো।
কি দোষ ছিল .? শুধু একটি পশু বলে ?? না আমাদের প্রতিবাদ করার জন্য কেউ নেই বলে ?? আমাদের কি বেঁচে থাকার অধিকার নাই মানুষ নাই বলে ?? তোমাদের মত আমার ও মা আছে , আমি ও মা হতে চলেছিলাম কিন্তু তোমরা মেরে দিলে ... দিলে দিলে সাথে আমার সন্তানটাকে ও মেরে দিলে ? কি দোষ করেছিলাম আমি আর আমার সন্তান ? কোনো উত্তর আছে তোমাদের কাছে ? নেই থাকবে ও না , আজ এটা যদি কোনো মা এর সাথে হতো তাহলে এতক্ষন কত কিছু হতো ।
তোমরা আজ থেকে নিজেদের কে আর মানুষ বল না , নিজেদের কে হত্যাকারী বলো ।
প্রকৃতিতে শুধু তোমরা নই আমরা ও থাকতে চাই ,

তাই আজ আমার সাথে যা করলে সেটার যেনো আর কারুর সাথে করো না ।

ভগবান তোমাদের ভলোরাকুক , ভালো থেকো তোমরা ।
আর আমার সকল বন্ধুদের বলছি তোমরা আর নিজেদের জয়গা ছেড়ে বেরোস না , ওরা আমাদের থেকে ও ভয়ংকর।

-


15 MAY 2020 AT 23:51

"কি বিচিত্র এই রণভূমি "

ক্ষুধা আর চিন্তায় যখন একদল মানুষ দগ্ধ ,
(ভগবান, তুমি এই সকল মানুষকে বাঁচিয়ে রেখো )

তখন অন্য একদল মানুষ ট্রেন্ড নিয়ে মত্ত ।
(ভগবান ,তুমি এই সকল মানুষকে সুখে রেখো )


-


5 MAY 2020 AT 9:52

অপেক্ষা

(পর্ব ১ )

কে জানে ? কে তুই ?

রাত দিন শুধু তোকেই শুনি , স্বপ্নে শুধু তোকেই পাই।
ফেসবুক থেকে বেরিয়ে যেদিন এই মনেতে এলি,
থমকে গিয়েছিল অতীত ব্যার্থ প্রেমের পিছুটান ।
থমকে গিয়েছিল ট্রাফিক সিগন্যালে বেজে ওঠা রবি ঠাকুরের গান , থমকে গিয়েছিল আরো অনেক কিছু।
ছাড়লাম সব কালো ধোয়া, তোরই বারণে , ......
তোরই কারণে এই শহর টাকে নতুন লাগে .....
তোরই বারনে কত ডাইরি ফিরে পেলো বোবা ভাষা ,
... সে ভাষা কত শব্ধময় ।

কে জানে? কে তুই ?
কে জানে ? কে তুই ?
কে জানে ? কে তুই ?

(কথা - অপূর্ব রায়)
© কলমে অনির্বাণ

-


26 APR 2020 AT 0:21

ফেলে আসা পুরনো দিন গুলোর কথা ,
পুরনো মানুষের কথা ,
না ভেবে সামনের দিকে এগিয়ে যাও।
পুরোনোকে মনে রেখে , নতুনকে আগলে রাখো।

-


14 APR 2020 AT 12:57

আমাদের দেখা হোক মহামারীর শেষে,
আমাদের দেখা হোক বিজয়ীর দেশে।
নব বর্ষের প্রীতি ও শুভেচ্ছা
সকলে ভালো থাকুন,
সুস্থ থাকুন

-


14 APR 2020 AT 10:30

বৈশাখ ,তুমি পারলে এনো ....
সপ্ন দেখার সেই সুখের দিন ।
পৃথিবী যেখানে সুখ খুঁজে পায়
নতুন জামা আর হালখাতায় ।

-


Fetching Anirban Mitra Quotes