তোমাতে আবদ্ধে থেকে,
তোমার জন্য সব করতে রাজি।
হ্যাঁ আমি প্রেম নয়, আজ ভালোবাসায় বিশ্বাসী।।
অন্তরের গভীরতায় সম্পূর্ণ জুড়ে বিস্তৃতি তোমার
হৃদয় মুক্ত করে ছন্দ হীন হতে চাই না আর,
প্রতিবিম্ব হয়ে সামনে থেকো, হাত বাড়ালেই যেন তোমাকে পাই।
ছায়া হয়ে পিছু থেকো না, অলোতে
না যেন তোমায় চোখে হারাই।।-
অভিমানগুলি অনেক গভীরে, ভালোবাসা ও আজ বিলুপ্ত প্রায়।
সম্মান থাকে না যেখানে, বার বার ফিরে যাওয়া সেখানে অন্যায়।
-
অভিমান গুলো একজোটে জমেছে নীল খামে,
মনের কোনে কালো মেঘ ,বৃষ্টি নামার সম্ভাবনা আজ অনেক দিন ধরে।
-
কিছু কথা চুপ করে আড়ালে থেকে যায়,
প্রকাশের ইচ্ছা হলেও, বলার থাকে না কোনো উপায়।
-
কিছু কথা চুপ করে আড়ালে থেকে যায়,
প্রকাশের ইচ্ছা হলেও, বলার থাকে না কোনো উপায়।
-
চোখ খুলে নজরে পরেছে, যার জন্য পৃথিবীর এই আলো,
যাকে ছাড়া জীবনটা শুধু ,অন্ধকারময় ও কালো
যার ছায়াতে বড় হচ্ছি রোজ অল্প অল্প,
মা তোমাকে ভালোবাসি,এই লেখাটা শুধু তোমারই জন্য।
-
সাহিত্যের চাবি তোমার হাতে,তোমায় পেয়ে আমরা ধন্য,
তোমার চরনে ঠেকাই মাথা,তোমার বর্ননা আমার পক্ষে অসাধ্য।-
আমি দিশেহারা ,ক্ষানিকটা খামখেয়ালিতে ভরা!
চঞ্চলতা থাকে প্রতিটা প্রহরে,স্থিরতা নেই যে আমার ভিতরে।
সময়ের সাথে গুছিয়ে নিয়েছি নিজেকে,
সুযোগ পেলে আরো একবার ছুটবো না হয় অবুঝ হয়ে।
-
জীবনের কিছু চাওয়া পাওয়া সকলেরই রয়ে যায়,
থেকে যায় অন্ধকারে, অল্প আলোর সন্ধানে
জীবনটা যতই গোছানো হোক না কেন ,ক্ষানিকটা সে এলোমেলো,
প্রতিবিম্বের মতো চোখে ভাসে সেই স্বপ্ন আজও।-
কিছু স্মৃতি রয়ে যায় বছর শেষে সবার কাছে
নতুন আশা বুঁনতে থাকে নববর্ষ শুরুর আগে,
নববর্ষ মানে নতুন ছন্দে পথ চলা পায়ে পায়ে.
নতুন কিছু স্বপ্নপিন্ড পূরন করার লক্ষ্য নিয়ে..
অভিমান ভুলে গিয়ে সবে আজ এক হয়ে
ঠোঁটের কোনে হাসি মেখে এগিয়ে চলি এক নতুন দিগন্তে-