Maa na hogi toh wafa kaun karega
Mamta ka haq ada kaum
karega
Heh rab har Maa ko salamat
rakhna
Wanna hamari zindagi ki dua
kaun karega-
কথা দিলাম শ্রবণের বৃষ্টি ঝরা দুপুরে,
তুমি-আমি একসাথে থাকবো
বেলা-অবেলার লীলাচলে।
অনন্ত ভালবাসার পরশে
তোমার অনাবিল আকাঙ্ক্ষাকে
মিথ্যে হতে দেবো না।
সামনের ধূসর বৃষ্টির প্রাঙ্গণে
ছুটে বেড়ায় তোমার-আমার ভবিষ্যত।
তোমার দুটি হাত এ-বুকে রাখ,
দেখবে, শুধু তুমি নিঃশ্বাসে-
আজ ফিরবোনা ঘরে
দিগ্বিজয়ের নেশায়।
এসো দীঘির পাড়ে বসি কিচ্ছুক্ষণ
তুমি-আমি আর প্রকৃতির
ঝিরিঝিরি বৃষ্টির দল।-
আমাদের প্রেম হয়নি,
তবু ভালোবাসার থেকে
বেশী কিছু হয়েছিল,
নিশ্চয়ই ।।।-
চল,
বেশ একটা পাহাড়ে বেড়াতে যাবো,
শুধু তুই আর আমি,
সামনে নদী বইবে, আর তার সামনে নুড়ি বিছানো চাদরে তুই আর আমি বসবো, হাতে হাত ধরে।
ইচ্ছে হলেই বেশ তোর কাঁধে মাথা রাখবো,
কত না বলা গল্প, না বলা সপ্ন, সবটাই বলবো তোকে,
খুব কান্না পেলে জড়িয়ে ধরে কাঁদবো তোকে,
তুই আলতো করে একটা আদুরে সোহাগে মুড়ে দিবি তো আমায়?
সন্ধে নামবে, পাহাড়ে পাহাড়ে আলো জ্বললে মনে হবে শহরটাতে যেন দেশলাই বাক্স জ্বলছে।
আর এমন সময় তুই গান ধরবি,
"Kyunki Tum Hi Ho, Ab Tum Hi Ho
Zindagi Ab Tum Hi Ho...
Chain Bhi, Mera Dard Bhi
Meri Aashiqui Ab Tum Hi Ho"-
তুমি আসবে বলেই হয়তো এখনো কবিতারা ডানা মেলে
তুমি আসবে বলেই শান্ত এ মন অজান্তে
ঝড় তোলে,
তুমি আসবে বলেই আজও ভালো লাগে পাখিদের কলতান।
তুমি আসবে বলেই মনের গোপনে উছলে উঠেছে গান,
তুমি আসবে বলেই মনের গোপনে
স্বপ্নের উঁকিঝুঁকি
পিছুটান গুলো হেলায় হারিয়ে আশার
ছবি আঁকি ।।।-
হঠাৎ সেদিন
ব্যস্ত বিকেল
রটিয়ে দিল খবরটা
কেমন যেন বদলে গেছে এই শহরটা।
ফাঁকা ট্রামে
দেওয়াল লিখন বইপাড়াতে ও জীর্ণতা
কেমন যেন বদলে গেছে এই শহরটা।
বদলায় প্রেম
বদলায় মুখ
বাড়ছে মনের ওজনটা
কেমন যেন বদলে গেছে এই শহরটা।
স্মৃতিরাও তবে
মৃত শৈশবে
খুঁজে বেড়ায় শিকড়টা
জানি,
এখন বদলে গেছে আমার এই শহরটা।।।-
যে ছেলেটা তখন ভীষণ জেদী
প্রেমে পড়তে চায় না,
সে ছেলেটাই এখন মন ভাঙলে
কাউকে বলতে চায় না।
যে ছেলেটা তখন বন্ধু পাগল
প্রতি কথায় ইয়ারকি জানত,
সে ছেলেটাই এখন সব হারিয়ে
একলা ঘরে ভীষণ শান্ত।।।-
সুন্দর তুমি কালোর
মাঝে আলো,
সুন্দর তুমি মন্দের
মাঝে ভালো।
সুন্দর তুমি দিবার
পরে রাত্রি,
সুন্দর তুমি অগ্র
পথের যাত্রী।
-
Jab insaan ka special koi person,
usko disgrace, hates & valueless karne lage,
tab pehele pehele usko bohut zada hi bura lagta hai, & he wnts sab pehele ka jaisa ho jaye sab kuch thik thak.
Bt, aftr some times he without that special person ko chod kar rehene lag jata hai..
& When he understands, that woh special person jo uske lyf mein tha woh kisi k pyaar, care k wajeh se aur bhi zada happy & aur bhi zada badhiya hai, then he understood one thing
" lyf mein sach mein koi aata jata nehi hai, bt, kisi ka disgrace, insaan ko valueless karne mein sach mein bohut & bohut hi kuch dependable karta hai"....-
Mere lyf ka sabse bada galti yeh hai k,
maine unlogo zada importance diya hai,
Jin ki lyf mein mera koi importance hi nehi hai bilkul bhi..-