মুখ মুখোশের আড়ালে অনেকেই জীবন্ত লাশ হয়ে ঘুরছে,, মুখে হাসি থাকলেও অন্তর কাঠকয়লা ন্যায় দাহ হচ্ছে।।।।
-
কিছু মানুষ আছে যারা ভালোবাসার মর্ম দিতে জানে না,কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল,
সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলেরই মাশুল।-
I Just slept.... Then suddenly calendar turned it's pages,, Good by 2022 well come2023❤️❤️❤️
-
অর্থের লোভে কখনোই নিজস্বতা কে হারিয়ে ফেলনা
কারন অর্থ একদিন নিজেই উপার্জন করবে কিন্তু নিজস্বতা হারিয়ে ফেললে তা আর ফিরে পাবে না-
ভেবোনা কেউ তোমার অসম্পূর্ণ আশাকে পূরন করবে, তোমার ইচ্ছা তোমাকেই পূরন করতে হবে শুধু শুধু অন্যের উপর ভরসা করে কোনো লাভ নেই কারন পৃথিবীতে থাকতে গেলে লড়াই করে বাঁচতে হবে, ভেবোনা রাম করেনি তো কি হয়েছে যদু করবে, আবার তো কেউ কেউ মধুকেও ধরে আনে।।। কিন্তু বিশ্বাস করুন আপনার ভুল ধারণা,,,,,,সবাই সমান!!!!
-
আগামী বছরে এই বিশেষ দিনে
জীবনের চরম মূহুর্তো কে রোমে রোমে উপলব্ধি করেছিলাম।।।
আর এই বছর সেই স্মৃতিগুলো অনুভব করছি
আর পুরনো স্মৃতি মন্থর করে নিঃশ্বাসের কষ্টকে মিনিটে মিনিটে উপলব্ধি করছি।।।-
সময় একমাত্র পথিক
যে সবকিছু ভূলিয়ে দিয়ে
আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়
ক'দিন আগে যে তোমার ছেড়ে থাকতে পারতো না
আজ সে দিব্যি পারে,, সময় তাকে শিখিয়েছে।।-
সকলকে অশুভ নববর্ষের শুভ শুভেচ্ছা।।।।
আজ ১৪২৭ একলা বৈশাখ এ খুব বেশি করে অনুভব করছি আমার গ্রাম কে।। একটা সময় মনে হতো শহরে থাকতে কারণ প্রতিদিন এর journey করে 🏫 স্কুল , কলেজে যেতে হিমশিম খাচ্ছিলাম তখনই শহর এর বুক এ থাকতে ভীষণ ভাবে মন চেয়েছিল কিন্তু আমার বাপির গ্রাম এর প্রতি ভালোবাসা আমাদের কে গ্রাম এই রেখে দেয়।।।। বাপি পেশায় শিক্ষকতা করলেও ওনার চাষ বাসের প্রতি ভালোবাসা আমাদের কে প্রতিদিনের ভেজাল জিনিস থেকে onkheta দূরে সরিয়ে রেখেছিল।।।আর আজ এই দুর্দিনে বাপির ভালোবাসা আজ আমাদের কে অন্য ভাবে বাঁচিয়ে রেখেছে।।।আজ নববর্ষের প্রতিটি রান্নায় বাপির চাষের জিনিস দিয়ে তৈরী।।।। তাই এটি অন্য খাবারের তুলনায় অনেখটাই আলাদা।।।। মাছ ও পুকুরের।।।।সব মিলিয়ে অন্য রকম অনুভুতি।। চাষের ফসল আর মায়ের হাতের রান্না আয় একলা বৈশাখ এ অন্য মাত্রা যোগ করেছে।।।
বাড়ীতে থাকুন
সুস্থ থাকুন ।।।।-
যত বার চেয়েছি যেতে ফিরিয়েছে বারে বার
তাই এবার একাই হাঁটবো নিয়েছি অঙ্গীকার।।।-
যে দিক তাকায় শুধু দেখি ধু ধূ প্রান্তর
সব শুন শান কোথাও কো নেই কোলাহল
শহর ও আজ নিস্তব্ধ গ্যালাক্সিতে মুখ ঢেখেছে
পরে রয়েছে নিত্যদিনের স্মৃতি।।।।।।।
কারখানা ও বন্ধ আজ ,বন্ধ দোকান পাঠ,,
গ্রামের মোড়ে নেই কো আড্ডা নেই জমায়েত..
করোনা যে গ্রাস করবে সেই ভীতি বারং বার।।।
সুস্থ থাকতে নিত্য দিন সেনিটাইজার লাগাও বারে বার,,,,,,
তবেই তো সেই সু দিন আসবে ,হাসবে সবাই আবার।।
লক ডাউন কে মান্য করো ঘরে থাকো সবাই
পরিবার কেও সময় দাও, ঘরে থাকাটাও দরকার।।
তার সাথেও লক্ষ্য রেখো রাস্তার পশু গুলোর,
নিজের থেকে কিছুটা দিও তাদের জন্যেও।।।
Anindita-