থেকেও না থাকা
-
Angel Mona
(বৈশাখী)
35 Followers · 5 Following
পেশা নয় নেশাই লিখি।
Joined 2 April 2018
21 MAR 2022 AT 19:46
অসময়ে,
জীবনে আসা কিছু মুহূর্ত সৃতি হয়ে থেকে যায় সারাজীবন।
যার সাথে হয়তো ভবিষ্যত এর কোনো বিকল্প নেই,
কিন্তু থেকে যায় সারাজীবন মনের গভীরে।-
3 JUL 2021 AT 9:55
"মানুষ মানুষের জন্য"
কথা টা সত্যিই বাস্তব
কারণ
যে দিন তুমি কোনো মানুষের জন্য
কিছু করতে পারবে না
সেই দিন তুমি বেকার,
তোমার কোনো দাম
কারোর কাছেই নেই।
এটা পর নয়,
কাছের মানুষেরাই
বুঝিয়ে দেয়।
-
5 APR 2021 AT 0:41
শুনতে খারপ লাগলেও সত্যি হলো,
বাপ মরা মেয়ের কারোর
কাছে কোনো প্রত্যাশা
না করাটাই ভালো।
-