Angel Mona   (বৈশাখী)
35 Followers · 5 Following

পেশা নয় নেশাই লিখি।
Joined 2 April 2018


পেশা নয় নেশাই লিখি।
Joined 2 April 2018
23 MAR 2022 AT 9:57

থেকেও না থাকা

-


21 MAR 2022 AT 19:46

অসময়ে,
জীবনে আসা কিছু মুহূর্ত সৃতি হয়ে থেকে যায় সারাজীবন।
যার সাথে হয়তো ভবিষ্যত এর কোনো বিকল্প নেই,
কিন্তু থেকে যায় সারাজীবন মনের গভীরে।

-


3 JUL 2021 AT 9:55

"মানুষ মানুষের জন্য"

কথা টা সত্যিই বাস্তব
কারণ
যে দিন তুমি কোনো মানুষের জন্য
কিছু করতে পারবে না
সেই দিন তুমি বেকার,
তোমার কোনো দাম
কারোর কাছেই নেই।
এটা পর নয়,
কাছের মানুষেরাই
বুঝিয়ে দেয়।

-


5 APR 2021 AT 0:41

শুনতে খারপ লাগলেও সত্যি হলো,
বাপ মরা মেয়ের কারোর
কাছে কোনো প্রত্যাশা
না করাটাই ভালো।

-


16 DEC 2020 AT 9:59

রাগের কথা আর বলবো কি,,?

-


10 NOV 2020 AT 10:12

সেও জবাব দিয়ে দিল।

-


4 SEP 2020 AT 11:28

আমার অপছন্দের মূল্য নেই।

-


16 JUL 2020 AT 9:56

ভুলে যাক সব ভুল

-


15 JUL 2020 AT 15:14

দেরি হলেও "যোগ্য"
তার
"যোগ্যতার" দাম পাবে।

-


8 JUN 2020 AT 18:09

জোয়ার ভাটা
একে অপরের সঙ্গী।

-


Fetching Angel Mona Quotes