Amrita Chaudhury   (Amrita Chaudhury)
8 Followers · 14 Following

Joined 16 May 2021


Joined 16 May 2021
2 JUL 2022 AT 20:16

জানলার বাইরে
চলমান অবয়ব গুলো
অজানা নানা কৌতূহলের
সঞ্চার করে।
পিটুইটারির ইতস্তত
বিক্ষিপ্ত বর্ণ গুলো ক্রমশ
আশ্রয় নিচ্ছে শব্দ ভান্ডারে।
সেইখানেতে জন্ম নিচ্ছে
বহু না বলা কথা ,
শুধুই অপেক্ষা পূর্ণতার।
সময় শুধু প্রহর গুনে চলেছে..!!!!
✍️☕️☕️..
অমৃতা...




-


1 JUL 2022 AT 2:13

নদীর জলে যেমন বৃত্ত গুলো
জলকেলি খেলছে,
যেমন করে আবির মাখা
আকাশে গোধূলি স্নাত সূর্য
আষাঢ়ের মেঘে লুকোচুরি খেলছে,
সন্ধ্যার পিদিমের সাথে
সন্ধি জুড়েছে ধুনোর গন্ধ,
আমি শুধু
coffee কাপের ঘূর্ণাবর্তে
তোকেই খুঁজে চলেছি...!!!!"

-


12 MAR 2022 AT 2:14



বুনো হাঁসের মতো মরীচিকাকে ছুঁতে চেয়েছিলাম,
পরিযায়ী পাখির মতো খোলা আকাশে উড়তে গিয়ে পেলাম এক সোনার খাঁচা..
ইচ্ছের মালিক হতে গিয়ে নিজের অস্থিত্ব হারিয়েছি,
ভুলের আস্তরণ তিলে তিলে গ্রাস করছে,
হিসেবের খাতায় আজও গরমিল..
সম্পর্কগুলোর বাঁধন আলগা হতে চলেছে..
সংশোধন করার সুযোগ কি আর আছে??
তবুও একটু একটু করে অপরাজিতা হবার অদম্য প্রয়াস .!!!

-


21 FEB 2022 AT 2:46

শীতের চাদরে মোরা সন্ধ্যায়,
নিঃশব্দে এসেছে প্রেম,
বসন্তের রোদের মতো ঝলমলে,
কচি পাতার মতো
নরম সবুজের আস্তরণ,
শরীর জুড়ে অদ্ভুত অস্থিরতা,
দুটি ঠোঁট আশ্রয় খুঁজে চলেছে
দোসরের আঙিনায়...!!
জন্ম নিচ্ছে বেপরোয়া,
অপেক্ষা শুধু সময়ের…!!

-


22 SEP 2021 AT 23:34

সাতটি রঙের মেরুকরণের বাঁধনে ,
জানা -অজানা বন্ধুত্বের ইতিহাস
তোরই পটভূমিতে সৃষ্ট,
সবই তোকে দেওয়া কথা,
দূরত্বকে বুকে নিয়ে
এই আমাদের পথ চলা।

-


8 JUL 2021 AT 17:04

বৃষ্টি ভেজা বিকেল আমার,
গরম চায়ের কাপে আলতো চুমুকে
দুজনে মিলে ঠোঁট ভিজিয়ে নি ,
হারিয়ে যাই কোন সুদূরে ...!!!




-


22 JUN 2021 AT 1:44

আজ আর
শহরতলীর ব্যস্ততা নেই ,
ব্যস্ততা আজ মুখ ফিরিয়েছে
অজানা কোনো অসুখের অভিমানে ...
রাস্তায় কান পাতলে -
গাড়ির শব্দ তেমন শোনা যায় না ...
তবু ও বিরামহীন চলমান দুটো হাত
প্রতি নিয়ত জানান দিচ্ছে....
কত সময় খরচ হয়ে চলেছে !!!!!
😔⏰⌚

-


10 JUN 2021 AT 3:14

Aspire to inspire
before we expire

-


21 MAY 2021 AT 19:36

পেয়ালাতে চুমুক দিতেই
চলে আসে সাহেবিয়ানা,
এক চুমুকে সবে মিলে
বানিয়ে ফেলতাম
জমপেশ আড্ডাখানা।
✍️🙂©️

-


20 MAY 2021 AT 23:01

চারি দিকে এক অদ্ভুত নিস্তব্ধতা,
গ্রাস করেছে ব্যাস্ত শহর কে,
মৃত্যু র হুংকার কানে বেজে চলেছে,
সকল মানবজাতির কাছে,
অস্তিত্ব টিকিয়ে রাখার চরম সংগ্রাম
অসুখের মারণ কামড়ে;
কেউ বা হেরেছে, কেউ বা জিতেছে,
কেউ বা ভয়ে সিটিয়ে রয়েছে,
আজ দামী গাড়ি, বাড়ির জায়গায়
মানুষ ভিক্ষার ঝুলি হাতে নিয়ে বেরিয়ে
পড়েছে আরোগ্যের সন্ধানে।
✍️©️

-


Fetching Amrita Chaudhury Quotes