পুড়েছে চিবুক, ভাঙা কাঁধ,
শুকনো পাঁজর, রুক্ষ দুটো পা,
কোটরে ঢোকা চোখ, শুকিয়ে আসা গলা,
শীর্ণ কঙ্কালসার শরীরে, রুক্ষ চুলে
আকাশের ওই একফালি চাঁদ, কখনো
শান্তির ছবি, কবিতার স্রোত, ঝাড়বাতি, "ঝলসানো রুটি"
অথবা স্রষ্টার এক অমানবিক বাঁকা হাসি।
যেন এক দীর্ঘ রোমান্টিসিজমের মাঝে হঠাৎ
রঙিন পর্দা ছিঁড়ে বেরিয়ে আসা বাস্তবের নির্মম দাগ।
ওরা তোমার পা জড়িয়ে বলবে "দশ টাকা দে"।
সভ্যতা ওরা বোঝেনা, শেখেনি সমাজের মাপকাঠি,
ভদ্রভাবে ওদের সরিয়ে তুমি বন্ধুদের বলবে,
কফি হাউসের আড্ডাটা সত্যিই আজ নেই।
ওদের আকাশে অমাবস্যা আজ।
সফেন সমুদ্রও হাপিয়ে উঠে আজ স্তব্ধ,
রুদ্ধদ্বার মন্দির, শুন্য শ্মশান, শুন্য পুকুরপাড়,
নির্জনতা চিরে শুধু ওদের হারিয়ে যাওয়ার শব্দ।-
শূন্যতেই শুরু আমার, শূন্যতেই শেষ,
শেষের সময় পেরিয়ে এসেও ফিরে চাওয়ার রেশ।
ফিরতে গেলে পিছু ডাকে ভিক্ষুকের হাতছানি
ভিক্ষুকও আজ করেছে ধারণ রাজারর ছদ্মবেশ।
উলঙ্গ রাজা আগেও ছিলেন,
আজও তিনি আছেন একই,
"এস্ট্রোজেনের গন্ধ" অনেক হলো,
শুধু পাঁজরটুকুই এখন বাকি।
নগ্ন চোখ রক্তমাখা আর
দুঃশাসন আজ সিংহাসনে,
কিন্তু তাতে আমার কি শহীদই যখন নির্বাসনে?-
মিথ্যে বলে সে যে বলে ব্যাখ্যা হয়না ভালোবাসার,
আমিতো তোমার চোখের ছোঁয়ায় শব্দ হারিয়েছি।-
We met when the end was near,
But that didn't stop us
From starting a new beginning,
Because we weren't in love.
We met when the end was near,
But the uncertainty
Couldn't keep us stranger,
Because we weren't in love.
We met when the end was near,
But that didn't keep us
From sharing our stories,
Because we weren't in love.
We met when the end was near,
But that didn't scare us
As much as the road we were on,
Because we weren't in love.-
You know one of those days when you think that maybe you'll just need to say hi, and everything will go back to the way it was? When you hope that she is just waiting for your text, and if you take the first step the flood will break in? And you get torn apart between whether to contact her or not, thinking if you do there is a possibility that it'll only solidify her thoughts of you, but with the hope of making everything right again, you gather all that is left, only to realise you never really had the chance. Tell me what will you do then?
-
But the pain I expected never came. Maybe because I convinced myself that it was just a game we play. Maybe because my heart became resilient towards it. Maybe its because I focused on the happy moments without any expectations. Or maybe its because of all of them. Or maybe it did, but I couldn't tell because I kept telling myself that it never came.
-
So many thoughts unspoken,
So many words drifting apart,
So many wishes growing distance,
So many dreams fading away,
The only question making line
Is it too soon?-
What if after being alone for a long time and getting accustomed and comfortable to that idea, someone walks into your life and maybe holds your hand and you start to feel important again. And with time you realise she is everything you are not, she is like the final piece of the puzzle, and you decide to follow her lead because you are too afraid to loose her. But you are also torn inside, confused and debating with yourself whether or not to let her in. And then you get tired with that constant battle and leave it upto fate and finally start to feel happy again, and now that there is no fear, no sadness, no loneliness keeping you awake night after nights, you finally rest only to find out she'll be gone when you wake up. Tell me, what will you do then?
-
কিছু না গাওয়া গান, কিছু না লেখা চিঠি
কিছু না শোনা গল্প, কিছু না বলা কথা,
আর তোর চোখের ছোঁয়া।
কিছু না দেখা স্বপ্ন, কিছু না ভোলা স্মৃতি
কিছু না চাওয়া ব্যাথা, কিছু না ফেরা মানুষ,
আর তোর হাসির সুর।
কিছু না খোঁজা ঠিকানা, কিছু না মেটা ইচ্ছা
কিছু না জানা শর্ত, কিছু না চেনা মুখ,
আর তোর স্পর্শের মুগ্ধতা।
কিছু না পাওয়া আশ্বাস, কিছু না ছোঁয়া সীমানা
কিছু না মেলা অঙ্ক, কিছু না বোঝা ইশারা,
আর অনেকখানি তুই।-
গল্পের ভিড়ে চাপা পড়ে যাওয়া মুখগুলো,
যদি হঠাৎ সামনে এসে দাঁড়ায়,
জানতে চায় তুমি কোথায় ছিলে এতদিন,
তখন তুমি আমার কথা বোলো।
স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার পরও,
যদি স্বপ্ন বিলিয়ে দিতে দিতে
অতীত টুঁটি চেপে ধরে হঠাৎ,
তখন তুমি আমার কথা বোলো।
সময়ের অতলে তলিয়ে যাওয়া স্মৃতি,
যদি ঘূর্ণি হয়ে জাপটে ধরে আবার
তছনছ করে দেয় তোমার বর্তমান,
তখন তুমি আমার কথা বোলো।
তারপর, আবার একদিন মুখোমুখি হবো যখন,
ধরো যদি জানতে চাই কেমন আছো তুমি,
সব অভিমান ভুলিয়ে দিয়ে তখন,
আমায়, তোমার নতুন প্রেমের কথা বোলো।-