64 #
Make it a rule of life never to regret and never to look back. Regret is an appalling waste of energy; you can't build on it; it's only for wallowing in.
M.A.K-
63 #
परीकथाएं सत्य से भी अधिक सत्य होती हैं: इसलिए नहीं कि वे हमें बताती हैं कि ड्रेगन अस्तित्व में हैं, बल्कि इसलिए कि वे हमें बताती हैं कि ड्रेगन को हराया जा सकता है।
M.A.K-
62 #
बिछड़ने का दर्द फिर से मिलने की खुशी के सामने कुछ भी नहीं है।
@M.A.K-
60 #
অনেক ভাগ্য করে পেয়েছি কখনো হারাতে চাই না তোমায়..! 😌💗🥀
@M.A.K-
59 #
শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা ⭕❗⭕🙏🏻🙏🏻🙏🏻
জ্যৈষ্ঠ পূর্ণিমার সকালে, বজবজ কালীবাড়ি মন্দিরে যেন নেমে আসে এক ঐশ্বরিক আবেশ। নদীর হাওয়া বইছে ধূপ, চন্দন, তুলসির গন্ধে—চত্বর জুড়ে উত্সবের আবহ।
এই দিনটি শুধুই ক্যালেন্ডারের তারিখ নয়—এ এক আধ্যাত্মিক আয়োজন, জগন্নাথদেবের স্নানযাত্রা।
ভোর থেকেই ঢাক-উলুধ্বনিতে মুখর মন্দিরচত্বর। শুরু হয় ‘পহন্ডি বিজয়’—জগন্নাথ, বলরাম ও সুভদ্রা আসেন স্নানমণ্ডপে।
এরপর শুরু মহা স্নান—১০৮ ঘড়া সুগন্ধি জল দিয়ে, ভক্তির হৃদয় উৎসর্গ করে তিন দেবতার স্নান সম্পন্ন হয়।
স্নানের পর দেবতারা জ্বরে কাবু হন—তাঁদের রাখা হয় ‘অনসর ঘরে’, চলে আয়ুর্বেদিক পরিচর্যা।
এই ১৫ দিন ভক্তরা অপেক্ষা করেন এক নতুন দর্শনের জন্য।
অবশেষে আসে ‘নবযৌবন দর্শন’, নব রূপে প্রভুর পুনরাগমন।
এরপরই শুরু হয় রথযাত্রার প্রস্তুতি।
এই স্নানযাত্রা কেবল রীতি নয়—এ এক আত্মিক মিলন, বিশ্বাস, ঐতিহ্য আর ভক্তির চিরন্তন উৎসব।
@M.A.K-
58 #
"কেন শুধু শুধু ছুটে চলা, একই একই কথা বলা
নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে।
যদি ভালবাসা নাই থাকে
শুধু একা একা লাগে,
কোথায় শান্তি পাব কোথায় গিয়ে?
বল কোথায় গিয়ে?"
Shoot on Mobile
M.A K-
57 #
প্রতি বছর রথে চড়ে শ্রীজগন্নাথ যেন পাড়ি দেন এক স্নেহমাখা ডাকে—যাকে সবাই ভালোবেসে বলেন ‘মাসির বাড়ি’। কিন্তু আদতে এই মাসি কোনো জ্ঞাতি সম্পর্কের নন। তিনি আসলে ‘পৌর্ণমাসী’—বৃন্দাবনের সেই গোপী, যাঁর প্রেম আর ভক্তি হৃদয়ে গেঁথে ছিল শ্রীকৃষ্ণের।
দ্বারকার রাজা হয়ে উঠলেও কৃষ্ণ ভুলে যাননি তাঁর গোপীদের। তাঁরা যখন স্নেহতৃষ্ণায় দ্বারকার প্রাসাদে এসে পৌঁছেছিলেন, প্রহরীদের বাধায় ফিরতে হয়েছিল নিরাশ হয়ে। সেই বিরহের কষ্ট বুঝে কৃষ্ণ কথা দিয়েছিলেন—প্রতি বছর রথের পরে সাতদিন তিনি যাবেন পৌর্ণমাসীর কাছে, গোপীদের সঙ্গে থাকবেন প্রেমলীলায়।
পুরীর গুন্ডিচা মন্দিরই তাই হয়ে উঠেছে সেই স্মৃতিমাখা বৃন্দাবন, আর পৌর্ণমাসীর গৃহই লোককথায় রূপ পেয়েছে ‘মাসির বাড়ি’ নামে। রথের চাকা ঘুরলেই যেন সময়ও ঘুরে যায়—প্রভু ফিরে যান শৈশবের নিখাদ আনন্দে, গোপীদের হাসি-অশ্রু মেশানো সঙ্গমে। এ শুধু উৎসব নয়, এক হৃদয়ছোঁয়া পুনর্মিলনের পালা।
M.A.K
🖋️_- Amit Kumar_-
56 #
Unspoken Love
Beneath the velvet sky, where dreams are spun,
You are the whisper of love, never undone.
A gentle touch, a gaze that's never shy,
In every beat of my heart, you are the reason why.
With words unspoken, but felt deep and true,
I find the universe's secrets hidden in you.
An endless sonnet, where each verse is a kiss,
In the art of your love, is celestial bliss.
In the quiet moments as the evening sighs,
You're the hushed prayer before the sunrise.
With a bond unbroken by the tides of time,
In every whispered dream, it's you I find.
-M.A.K--
56 #
In the realm of work, where chaos thrives,
Beauty and the beast clash in our daily lives.
With actionable plans that seem far from feasible.
We navigate the maze, feeling utterly disbelievable.
Meetings galore, where ideas take flight.
But like a kite in a storm, they vanish out of sight.
Spreadsheets stretch to the horizon's brink,
Leaving us wondering. "What did I just think?"
In this office circus, where chaos is the norm.
We ride the rollercoaster, trying to stay warm.
Bosses with deadlines, like jesters in the court,
Making us dance, like puppets of some sort.
But amidst the madness, laughter finds a way.
We joke and we jest, to brighten the day
Sa here's to the work, both confusing and grand.
In this crazy adventure, let's make our stand!
-M.A.K--