Amitabha Das   (আবেগী মনের মাঝে...)
13 Followers · 1 Following

Joined 8 July 2018


Joined 8 July 2018
7 AUG AT 10:39

ইচ্ছে স্বপ্ন মাঝে মাঝে মেলছে ডানা মেঘেদের মাঝে ,
স্বপ্ন দেখার অজানা ইশারায়,হারিয়ে যাচ্ছে সময় সকাল সাঁঝে,
কিছু বেখেয়ালী ভাবনা , দিশাহীন পথে খুঁজে চলে জীবনের জয়গান,
রহস্যে ঘেরা জীবনের প্রতিটি বাঁকে , তোকেই দেখে জীবন খুঁজে পায় প্রাণ...

"তুই আর...থাকিস,সুপ্রভাত"

-


6 AUG AT 10:35

শব্দের মাঝে খুঁজে চলা সুরের ঠিকানা,
মেকি ব্যস্ততার আড়ালে , জীবন খোঁজে বাঁচার নিশানা ,
সকালের এক কাপ পেয়ালা চা র ধোঁয়ার মাঝে প্রতি ক্ষণে,
অনুভূতিতে ভালোবাসা কেন হয়,প্রেম কেন আসে মনে...

"শুধুই তোকে দেখে...থাকিস,সুপ্রভাত"

-


5 AUG AT 10:36

বরষার বারিধারার সাথে দেখা রোদের আলাপী আলাপন,
অজানা এক শব্দের রঙে , ভিজে যাওয়া মন,
শহরের খেয়ালী রঙে কফির কাপে এঁকে যাওয়া প্রেমের নিশানা ,
তোরই সঙ্গে কফির বেখেয়ালী আড্ডায়,পাওয়া ভালোবাসার মরসুমের ঠিকানা...

"কফির সাথে তুই,আমি আর...থাকিস,সুপ্রভাত"

-


4 AUG AT 10:34

কিছু কথা রয়েছে বুকে,কিছু কথা রয়েছে মনের অলিন্দে ,
সময়ের অনুরাগে , তোরই সঙ্গে জীবনবীণা বেজে ওঠে নতুন ছন্দে ,
মাঝে মাঝে বয়ে উদাসী বাতাস,মেঘেদের ভেসে চলে ঠিকানাহীন পথে ,
শুধু তুই আস্কারা দিয়েছিস বলে, তাই অচেনা মন রয়েছে প্রেমেরই শপথে...

"পথের মাঝে তুই আর...থাকিস,সুপ্রভাত"

-


1 AUG AT 10:33

তোরই মাঝে খুঁজে পাওয়া, আকাশের ঠিকানা ,
তোরই মাঝে দেখি , জীবনের অজানা নিশানা ,
তোরই ঐ কপালের মাঝে লাল সূর্যের আলোতে দেখি, অপরূপ হৃদয়ের রূপে ,
তোরই মাঝে তো দেখি ই ঈশ্বরের রূপ,রয়েছে যা মনের স্বরূপে...

"থাকিস এইভাবেই...সুপ্রভাত"

-


31 JUL AT 10:37

আজও জ্বলন্ত নিকোটিনে, অলিগলি কলকাতা ,
খুঁজে চলে জীবনের অর্থ,সঙ্গে নিয়ে অজানা ব্যস্ততা,
মুঠো ভরা হারানো স্বপ্নগুলোর সাথে অজানা রঙের গল্পটা ,
আজও তার ছবি,ক্যানভাসে বলে শুধু তারই কথা...

"একটু...সুপ্রভাত"

-


30 JUL AT 10:34

আজ ইচ্ছে গুলো হোক এলোমেলো
বৃষ্টি ভেজা শহুরে পথে গা ভাসাই চলো ,
আনাচে কানাচে জলকেলী তে মনের ইচ্ছেতে বাঁচতে চাই ,
তোর ঐ আদুরে আলাপে,যত দূর মন চায়, চল যাই...

"তোর ইচ্ছেতে...সুপ্রভাত"

-


29 JUL AT 10:19

মেঘে মেঘে তোকে দেখেছি,
এই দুহাতে বৃষ্টি মেখেছি ,
বৃষ্টি ভেজা দিনে তোরই সাথে স্বপ্ন এঁকেছি,
তোরই সঙ্গে বৃষ্টির দিনে,জীবনের গল্প গাঁথা লিখছি...

"বৃষ্টি ভেজা দিনে তোরই সঙ্গে...থাকিস,সুপ্রভাত"

-


28 JUL AT 10:22

তোমায় দেখে মনের মাঝে খেয়াল এলো ,
জীবন হলো দাবদাহের আস্তরণ,তুমি হলো ছায়ার আলো ,
আজকে মন ডাক দিয়েছে তার চেনা ইচ্ছেগুলো,
তোমায় দেখে মনের মাঝে খেয়াল এলো,
মনের মাঝে চেনা শব্দগুলো বলতে পারি না আজও,
সময় কেন এই সুরের সুরধ্বনি বাজিয়ে যায় আজও,
বৃষ্টির আড়ালে দেখি তোমায় , তোমার মতন করে ,দেখলাম মনের আলো,
তোমায় দেখে মনের মাঝে খেয়াল এলো...

"নতুন তুমি...থেকো,সুপ্রভাত"


-


27 JUL AT 14:08

কি করে বলবো তোমায়,
আসলে মন যে কি চায় ,
কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে,
সময়ের জলসাঘরে বেজে চলা নতুনের সুর,
খুঁজে পাওয়া অজানা পথে,ছিল যা বহুদূর ,
খেয়ালী আলাপনে আঁকতে থাকা,
ভালোবাসার জলছবি টা , রঙে তে ঢাকা ,
বলতে চাওয়া শব্দগুলো ,প্রাণের কথা বলতে চায়,তোমাকেই দেখে...

"সময়ের আবদারে...তুমি"

-


Fetching Amitabha Das Quotes