Paid Content
-
তুমি কি আছো সেই তুমি আর,
মিথ্যে যত স্বপ্ন আঁকো।
দু'কূলেতে দুজন আছি,নেই শুধু
সেই পুরোনো সাঁকো।-
গোধূলির লাল আলো, ওত পেতে সন্ধ্যা।
অভিমানী দিগন্ত, তার স্বপ্নেরা বন্ধ্যা।
ঘরে ফেরা ডানা মেলে, স্মৃতি ফেলে আকাশে।
চেনা পথে প্রস্থান, শুধু রং'টাই ফ্যাকাসে।-
তুমি তো নিজেকে দেখো অনুভূতি ছাড়া।
যে আগুনে মন পুড়ে তা যে ভারী বেয়াড়া।
কপাল পোড়ার তাপে যার গলেনি হৃদয়।
সে অন্য রকম কিছু, আমার হওয়ার নয়।-
যার বাগ্মীতাতে চমকে ওঠে দেশ,
চাণক্যসম ক্ষুরধার সব চাল।
আজ হয়তো একটা যুগের শেষ,
বা হারালাম কয়েক যুগের ঢাল।
সামান্য এক গ্রামবাংলার সন্তান,
দিল্লি চলত তাঁর মগজের জোরে,
কাছে ভারতরত্ন আরো কত সম্মান,
এক রাষ্ট্রপতি চললেন সব ছেড়ে।
যিনি পাঁচ দশকের চলমান ইতিহাস,
তিনিই আজ ইতিহাস হলেন।
আমরা সবাই তো এই কাল মৃত্যুর দাস,
তবু প্রণব বাবু হৃদয়ে রইলেন।
(লেখনী-চিরন্তন পেজে প্রকাশিত)
-
মানুষ যদি, মান টা কোথায়?
হুঁশটা জৈব খাঁচায় কেন?
সাড়া অন্যের ইঙ্গিতে দাও,
আহা!পোগ্রামিত যন্ত্র যেন।-
এই বেশ নিরাপদে, অশান্তি কে বা চায়;
রোজ কি কাল টুকু এমনই ভালো যায়?
আজ বলবার কথা ছিল, তবুও নির্বাক!
শুধু আগামীর মৃত্যু চিৎকার করে যাক।-
শূণ্য স্থানে কেউ নয় কেউ বসে;
শূণ্যতাতে কেবলই হাহাকার।
শূণ্য শুধু শূণ্য নয় সেই বোঝে,
বোঝা বয় যে ঋণাত্মকতার।-
আর একটি বার, এই শেষ বার...
একেবারে হারিয়ে যাওয়ার আগে,
অন্ধকার সমুদ্রে তলিয়ে যাওয়ার আগে,
আমায় একটু আলো এনে দাও।
দু'হাত ভরে আমি মুঠো মুঠো আলো চাই।
আমার সব টুকু দিয়েও শুধু একটা
দীপ্তিময় আকাশ চাই।
-