5 OCT 2019 AT 1:19

তুমি সেই চাঁদ
যাকে আমি পেতে চাইনা।
কিন্তু,
তোমাকে দেখার সুযোগ টাও হারাতে চাইনা।
তোমায় দুর থেকেই ভালোবাসবো আমি,
আমার এই অভ্যেসেই সুখী আমি।।
আমার ভাষায় লুকিয়ে রাখবো তোমায়
আমার ছন্দে সাজিয়ে রাখবো তোমায়।
চাঁদের মতোই থেকো তুমি,
আমার পৃথিবী সাজাব আমি
তোমার জোছনায়।।

- ✍অমিত