সময়ের নিয়মে হারাতে হয় বলে
যে মানুষ টা সবচেয়ে বেশী ভালোবাসে,
তাকেই সবার আগে হারাতে হয়
থেকে যায় শুধু জলছবি হয়ে।।-
সুখের মেঘটা না হয়
তোমার থাকুক,
আমার পৃথিবী
কান্নার বৃষ্টিতেই ভিজুক।-
যারা বৃষ্টি চেয়েছিলো প্রখর রৌদ্রের দেশে,
বৃষ্টির দেখা না পেয়ে তারা,
মারাই গেলো অবশেষে।🥀
রৌদ্র থেকে বাঁচাতে তাদের --
বৃষ্টি দিলোনা সজল ধারা,
প্রখর রৌদ্রে মৃদু আলোর মতো --
ঝরে গেলো যারা।🥀🥀-
হারিয়ে যাওয়ার পর আর দেখা
হয়নি কখনো তোমায় আমায়।
ফোনের কল লিস্ট টাও আজ,
খালি পরে আছে তোমার অপেক্ষায়।
চলে যাওয়ার সময় শেষ সম্বল টুকু
নিয়েছিলে কেড়ে, শুধু স্মৃতি ছাড়া।
তাই মন খারাপের বেলায়,
শুধু স্মৃতি পথে খুজেছি তোমায়।।-
খারাপ সময় গুলো
পেরিয়ে গেলেই,
বোঝা যায় জীবনে কার
প্রয়োজন কত টুকু ছিল।।-
ব্যথা সইতে হয় দুজনকেই, শুধু অভিমান ভাঙে
কারো ঠোঁটে, আর কারো চোখে নোনা জলের স্বাদে ।-
আজকাল কোনো মানুষ কে
মন খুলে ভালোবাসা যায় না।
কাওকে যদি ভালোবাসতে চাও
তাহলে সেও জিগ্গেস করবে,
কোন অধিকারে ভালবাসবে আমায়।।-
আমার আকাশ ক্লান্ত ভীষণ
চোখের জলে ভাসে,
আজ আমার ভালোবাসা,
তোমায় অন্য কেউ ভালবাসে।-