Amit Dinda   (✍অমিত)
4 Followers · 12 Following

Joined 21 September 2019


Joined 21 September 2019
6 JUL 2022 AT 12:55

সময়ের নিয়মে হারাতে হয় বলে
যে মানুষ টা সবচেয়ে বেশী ভালোবাসে,
তাকেই সবার আগে হারাতে হয়
থেকে যায় শুধু জলছবি হয়ে।।

-


22 JUN 2022 AT 18:54

সুখের মেঘটা না হয়
তোমার থাকুক,

আমার পৃথিবী
কান্নার বৃষ্টিতেই ভিজুক।

-


24 APR 2022 AT 15:54

যারা বৃষ্টি চেয়েছিলো প্রখর রৌদ্রের দেশে,
বৃষ্টির দেখা না পেয়ে তারা,
মারাই গেলো অবশেষে।🥀

রৌদ্র থেকে বাঁচাতে তাদের --
বৃষ্টি দিলোনা সজল ধারা,
প্রখর রৌদ্রে মৃদু আলোর মতো --
ঝরে গেলো যারা।🥀🥀

-


22 JAN 2022 AT 13:16

হারিয়ে যাওয়ার পর আর দেখা
হয়নি কখনো তোমায় আমায়।
ফোনের কল লিস্ট টাও আজ,
খালি পরে আছে তোমার অপেক্ষায়।
চলে যাওয়ার সময় শেষ সম্বল টুকু
নিয়েছিলে কেড়ে, শুধু স্মৃতি ছাড়া।
তাই মন খারাপের বেলায়,
শুধু স্মৃতি পথে খুজেছি তোমায়।।

-


27 NOV 2021 AT 8:52

খারাপ সময় গুলো
পেরিয়ে গেলেই,
বোঝা যায় জীবনে কার
প্রয়োজন কত টুকু ছিল।।

-


16 JUL 2021 AT 8:03

তোমার নামের রঙীন খামে,
স্মৃতির পাতায় লেখা চিঠি
জমা ছিল যা সংগোপনে।।

-


10 JUL 2021 AT 8:42

ব্যথা সইতে হয় দুজনকেই, শুধু অভিমান ভাঙে
কারো ঠোঁটে, আর কারো চোখে নোনা জলের স্বাদে ।

-


4 JUL 2021 AT 23:52

আজকাল কোনো মানুষ কে
মন খুলে ভালোবাসা যায় না।
কাওকে যদি ভালোবাসতে চাও
তাহলে সেও জিগ্গেস করবে,
কোন অধিকারে ভালবাসবে আমায়।।

-


4 JUL 2021 AT 23:28

নিজের ভালোবাসা প্রকাশ,
করতে না পারা মানুষ
গুলো বড়ো অসহায় হয়।

-


20 JUN 2021 AT 12:10

আমার আকাশ ক্লান্ত ভীষণ
চোখের জলে ভাসে,
আজ আমার ভালোবাসা,
তোমায় অন্য কেউ ভালবাসে।

-


Fetching Amit Dinda Quotes