Monologue of a Swimmer
When I was young, I started swimming. I was restless and I forgot to see the canvas changing continually on the horizon. Neither tiredness nor the lack of opium, but a bot, drove me to enter the swimming carnival. Everybody was clapping when I had entered. A person who has swum for a while asks some absurd questions—'Where do you want to go? ' What is the colour of the canvas outside of the river?' Despite the fact that 'they' was once my close friend, I believed, and so it is now, that I deserve respect for exercising my biceps and triceps for a long time , "they" didn't care. I can't imagine what it would look like. The questions are baseless and meaningless. A motion of anger motivates me to make an exciting stream of events. I can't remember where I started. I can only hear the clapping of the audience around the gallery.-
তোমার কথা আমার মনে আছে । জোয়ারের জল তোমায় ছুঁয়েই ফেরত আসে । টুকরো টুকরো দৃশ্যে যেসব প্রতিচ্ছবি চতুর্দিকে আলোকিত , তার মাঝেও আমার তোমায় মনে পড়ে। আমি তো কঠিন প্রতিস্বর চাইনি, তা কেবল ঋণ পরিশোধের জন্য। তোমার আমার মধ্যে যা-কিছু হতে পারত, তা ঈষৎ অন্ধকারের আভাস দাবি করে। একটা বয়সের পর
মাথাগুলো জলে ভেসে যাবে।
-
জানি , ধুলো ঝেড়ে ফেলে দিলেই ফেলা হলো না। যতগুলো মুখ আছে সব একটাই শরীরের । পালক বিচ্ছিন্নকরণ তদগত নয় । শব্দতেও তো সুর ও ধ্বনি এক অঙ্গে গেঁথে থাকে।
এই যে জোনাকির দিন-রাত, ঋতু, তাতে আদিম পৃথিবীর বৃষ্টি নামে— ভিজে যাই 'তুমি' 'আমি' দুইয়ে একে আমরা হয়ে ।
বন্যার পলিতে নদীর দুধারে জনবসতি গড়ে ওঠে।-
to have the right to THINK , EXPRESS and PRACTISE multidimensional points of view of mind .
-
শরীর থেকে পালকগুলো সব আলগা হয়ে শূন্য হলে শীতল অন্ধকারে হৃদপিণ্ডের ডুগ ডুক শোনা যায় । কোথাও কোনো চোখ নেই , কিংবা সহস্র রেটিনা । স্মারক নেই। নতুন কোনো শব্দের খোঁজ নেই। উদ্বৃত্তের জীবনে যতটুকুু চন্দনগাছ জল দিতে আসে তারও উপসংহার নেই। বালির চড়ে জন্ম কি তবে চাকার অপরাধ!
-
চোখে দেখি না , কানে শুনি না , মাঝে মাঝে বাতাসে ঘ্রাণ ভেসে আসে । কাউকে বলার জন্য নতুন কোনো কথা নেই । জীবন ঠিক কীরকম অবস্থা ? মৃতও কি না জানি না । সৃষ্টির প্রতি কৌতূহল নেই, অনুৎসুকও নই। স্বাধীন কি না জানি না, কোনো ব্যক্তিত্ব নেই ,সামাজিক নই, চাওয়া নেই, পাওয়া নেই ,কিছুই হারানোর নেই , সংকোচ , সংশয় , দ্বিধা নেই । হারিয়ে যেতে কোনো আগ্রহ বা অনাগ্রহ নেই। শুধু স্নায়ুসংকেতগ্রাহক ।তারা আর টোটেম খোঁজে না। কেবল সন্ন্যাসবৃষ্টি পড়ে। ঝুম ঝুম, ঝুম ঝুম। নৈঃশব্দই আমি । আমার শরীর , তৃষ্ণাহীন স্থবিরতা খাদ্য ।
(২০১৭)-
বন্ধুদের জন্য
শুনেছি হৃদপিণ্ড বন্ধ হয়ে গেলে শক শক দিলে অনেকসময়
প্রাণবায়ু সচল হয়;
কিন্তু তাতে ডেডবডি কি আর জাগবে?
শুনেছি সিসিফাস নিজেই স্বয়ং বিদ্রুপ ; 'চাকরি নেই' কি তার থেকেও বড়ো কিছু ?
প্রিয় মোপাসাঁ ,
কোকোর মৃত্যুর পর আর ঘাস জন্মাবে না।
21/5/2022-
What I believe about An ideal Social system is Atheism and Anthropological point of view to create a bond of love among all classes i.e social , economical , educational , political , religious beliefs—should go hand in hand until the utopian anthopocracy with equity and equality created. Today ,This indo-austral race should keep in mind its history of anthroponotomy before performing any derogative actions.On the other hand Art says—whatever the classifications are we still can love everyone expressing gratitude towards different classes , ideologies like 'Beauty and the Beast'' , 'Maleficent'.Until the practise of Atheism increases along with Arts we Should keep practising both these ways remembering—'Rome wasn't built in a day.'
-