আজ "মাতৃ দিবস"!
সকাল থেকে সবার একটা কেমন যেন
ব্যস্ততা!
আজকের দিনটাতে মা'কে নিয়ে মাতামাতি!
সারা বছর মানুষটার ঠিকঠাক খোঁজও
রাখা হয় না৷
কখন খেলো; ঘুম হলো কি না; ওষুধ খাচ্ছে কি না!
নাহ! কিছুরই খোঁজ নেওয়া হয় না!
কারণ রোজ রোজ তো আর "মাতৃ দিবস" পালন হয় না!
সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড ফলো করতে হবে,
দেখাতে হবে যে আমি কতটা ভাবি তাকে নিয়ে!
কবিতা লেখা হবে; ছবি ছাড়া হবে;
তারপর আবার একটা বছরের নিস্তব্ধতা!
আমার জন্য রোজই মাতৃ দিবস!
আমি রোজ তার কাছে আবদার রাখি; রোজই অভিমান-অভিযোগের পালা চলে!
তাই আজ আবারও "শুভ মাতৃ দিবস"!
আমার জনয়ত্রিকে (মা) অনেক শুভেচ্ছা৷৷
-
12 MAY 2019 AT 12:27