Ab humhe kuch ho nahi sakta,
Ab humhe kuch ho nahi sakta......
Ishq mein khud ko gawa chuke hain hum,
Ishq mein khud ko gawa chuke hain hum,
Ab humara kuch kho nahi sakta......!-
আবেগী নৌকো চেপে!
এ শ্রাবণে চন্দ্রকোশের সুর বাতাসে,
তোমার মনের বিদীর্ণ ছবি ছেয়ে গেছে আকাশে!!-
গভীর রাতের শেষে, ভোরের আলোর মতো,
তোমার জীবনেও ভালো রাখার মানুষ আসুক!-
এই দুর্ভিক্ষের সময় তোমার কলমের আখরে কেন প্রেম জন্মাচ্ছে মেয়ে!?
ভাবছো তুমি প্রেমিকের আলিঙ্গণ, আঁকছো ছবি তারই রঙে ডুবে৷
পৃথিবী যখন আক্রান্ত মারণব্যাধীর জালে, তখন তুমি গাঁথছো মালা প্রেম-মিলনের; জড়িয়ে নিচ্ছ তাকে আপাদমস্তক!
বিস্ময় জাগছে আমার, তোমার এই জড়াগ্রস্থ ভাবনায়, কেন এত কামনার তীব্রতা গ্রাস করছে তোমায়?
কবির মতো তাই আমার মনেও প্রশ্ন জাগে— "হে ম্লান মেয়ে কী আনন্দ পাও প্রেমে? কী আনন্দ পাও সন্তান ধারণে?"-
পশ্চিমের আকাশে বিদ্যুতের ঝলকানি;
সিঁদুর রাঙা আভায়,
তোমার মনে ধূমায়িত আবেগ,
অকালে বর্ষা নামায়।।-
একটা উদাস হওয়া বিকেল
আমার পাড়ায় সন্ধ্যা নামায় তাড়াতাড়ি!
একটা মন খারাপের সুর—
তোমার অনেক দূরে বাড়ি৷
একটা বৈশাখী মুখর সন্ধ্যা,
একটা অপার প্রেমের গল্প,
একটা নির্জনে কাটানোর চিলেকোঠা,
আমাদের কথারা হয়ে আসে অল্প৷
একটা সব ফুরিয়ে আসার মুহুর্ত;
আচমকা খুব আবেগী হওয়া!
একটা আমার একলা থাকার প্রেম;
তোমায় না পেয়েও কাছে পাওয়া৷
আমায় ভাবতে শেখায় খুব,
লেখার রসদ জোগার করে,
তুমি তখন ব্যস্ত সন্ধ্যার ভীড়ে;
তোমার ঘরে অন্যজন বাস করে৷
একটা আমার অপ্রেমিকা হওয়ার গল্প,
একটা আকাশে জুড়ে রটিয়ে দেওয়া প্রেম!
তোমার-আমার দেখা সাক্ষাৎ অল্প;
উপন্যাসের নাম রাখবো "অপরিমিত প্রেম"৷৷-
একটা ছেলের ব্যস্ত জীবন;
ক্লান্ত সন্ধ্যের বাড়ি ফেরার পথ,
শ্রান্ত তার চোখ দু'টো;
ধীর পায়ে হেঁটে যাওয়া অবিরত৷
দায়িত্ববোধের ভারগুলো কুঁজো করে তাকে,
দুমড়ে-মুচরে ফেলতে চায় তার স্বপ্নগুলোকে৷
নিকোটিনের ধোঁয়ায় উড়িয়ে দেয় সে,
তার মনের গভীরে শায়িত ক্ষতদের—
পুরোনো প্রেমের ব্যর্থতা যত,
কর্তব্যের জেরে হারানো ছেলেবেলাটাও!
একটা শহর দাঁড়িয়ে রয়েছে এইভাবে,
হাজার হাজার অপূর্ণ গল্পদের নিয়ে৷
এ শহরে এমন একটা ছেলে কবে পাবে, তার ভালোবাসার প্রতিদান??
কবে পাবে তার ইচ্ছে পূরণের জাদুকাঠি!?
কবে সে পাবে মুক্তির স্বাদ!
কবে তাকে কাঠগোড়ায় দাঁড় করানো বন্ধ করবে সমাজ??
কবে তার যোগ্যতা বিচার হবে না দেখে তার উপার্জনের মাপকাঠি?!-
এ বসন্তে এক অন্য গল্প লিখবো আমরা,
কিছুটা অপরিমিত ভালোবাসার রঙ ছড়িয়ে দেবো বাতাসে৷
তোর চোখের কাজল ছুঁয়ে আমি ছবি আঁকবো ক্যানভাস জুড়ে!
তোর অভিমানের মেঘলা-নীল রঙ; কিছুটা তুলে দিবি আমার হাতে,
আর আমার ভালোবাসার লাল রঙ দিয়ে আমি তোর মান ভাঙাবো৷
যখন তোর গাল দু'টো লজ্জায় সিঁদুর লাল হবে, আমি আমার আকাশ-নীল বুকে তোকে আঁকড়ে ধরবো৷
যখন সন্ধ্যা আকাশের ঘন-নীলে তুই খুঁজবি আমায়— আমার আঁচলের শ্বেত-পদ্ম ছুঁয়ে যাবে তোর বুক!
এবারের বসন্তে এক অন্য গল্প লিখবো আমরা,
সাদা কাঠগোলাপ যেভাবে হলুদ ছুঁয়ে থাকে, আমিও তোকে সেভাবে হৃদয়ে আগলে রাখবো৷
-
Ek mohabbat se bandha dor hain jo mujhe lejata hain iss duniya se pare; uss asmaan par, udna sikhata hain bina pado ke!
Taaron ko chhukar jab main laut ti hoon to mujhe sukoon milta hain uski baahon mein.....
Jab main uske honthon ko chumti hoon to lagta hain kayi sadiyon ki koi pyas bujhi ho aaj!
Hayeraan hoon main yeh soch kar, ae nadan ishq—
Tujhe kaisa lagta hain......?!-