🍁বসন্ত🍁
চৌরাস্তার মোড়ে জন্মেছে বিশাল বটগাছ, আজ পথ চলতে দ্বিধা লাগে ভিষণ!
শূন্য পকেটে প্রেমিক হতে চাওয়া নিখিলেশ ক্লান্ত শরীর নিয়ে শহরের অলিগলি ঘুরছে এখন!
একদা নারীর ভেজা চুলের গন্ধে তৃপ্তি খুঁজে পাওয়া নিখিলেশ,
সদ্য যৌবনা কুন্তির উদ্ধৃত নরম বুকেও বসন্তের হদিস পায় না এখন!
-
তুমি মোর হৃদয় শহরে কর বাস।
কখনো কখনো মনে হয় তুমি আমার স্বপ্নের দে... read more
মায়ের আঁচলের গন্ধ জড়ানো বর্ণগুলো মাতৃভাষা,
আবেগ জড়ানো বর্ণগুলো আওয়াজ তোলে-
আমার প্রাণ, আমার মা-মাতৃভাষা!
আমায় প্রথম ভাবতে শেখায়;
ভালোবাসা!
বসন্তের বিকেল জূড়ে কৃষ্ণচূড়া,
লাল পলাশে গল্পগুলো তোমার আমার ভালোবাসা,
'আ-মরি বাংলা ভাষা'!-
হাজার ভাষার মাঝেও
শুনে মুগ্ধ হই বাংলা ভাষা...
অহংকার আর আবেগ নিয়ে
আমার জীবনের আলো আশা...
বাংলা শুধু ভাষা নয়
বাংলা আমার ভালোবাসা...-
যেতে তো হবেই আমাকে এটা আমি জানি রে, কিন্তু জানিস বন্ধু ওর মধ্যে অদ্ভুদ বুনো বুনো একটা মায়াবী গন্ধ ছড়িয়ে আছে! অদ্ভুদ একটা মায়াবী গন্ধ যেন মনে হয় কোনো একটা নাম না জানা ফুলের গন্ধ। আর ওই নাম না জানা ফুলের গন্ধটা, যখন আমি ওর সাথে কয়েকটা বছর কাটিয়েছিলাম, তখন ওই গন্ধটা পেয়েছিলাম! সেটা এখনও-এখনও আমার নাঁকে লেগে আছে এখনও!
হ্যাঁ রে, কিন্তু সেই গন্ধটা এখন হয়ত অন্য কেউ পায়! নয়ত সেই গন্ধটা ওর মতোই হারিয়ে গেছে বোধ হয়!
কিন্তু জানিস ওই মায়াবী গন্ধের নেশার ঘোর আমি আজও কিচ্ছুতেই কাটিয়ে উঠতে পারি না রে!!!-
🍁একাকিত্ব🍁
যখন আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম তখনই আমি বুঝতে পেরেছি যে, আমি ওকে হারিয়ে ফেলেছি! হারিয়ে ফেলেছি আমি ওকে!
কাউকে, কাউকে এই হারানোর অনিভূতিটা না আমি, আমি ঠিক বোঝাতে পারবো না! আমি, আমি বোঝাতে পারবো না!
যেন মনে হয় একটা ফাঁকা জায়গায় আমি একা দাড়িয়ে আছি, একা!
একটা, একটা ফাঁকা মাঠে ধু ধু প্রান্তর আমি মাঝখানে একা! একা আমি!
আমার সামনে পিছনে কউ নেই কেউ নেই! কিচ্ছু নেই!
শুধু আছে আমার একাকিত্ব!-
জানিনা এ কোন মায়ায় আমি পড়েছি!
তোকে ছাড়তে গিয়েও বার বার তোর প্রেমে পড়েছি,
বারবার তোর মায়ায় বাঁধা পড়েছি!-
জানিনা এ কোন মায়ায় আমি পড়েছি!
তোকে ছাড়তে গিয়েও বার বার তোর প্রেমে পড়েছি,
বারবার তোর মায়ায় বাঁধা পড়েছি!
হৃদয়ের বাঁধনে তোকে বেঁধেছি!
এ হৃদয়ে তোকে নিয়ে কতনা খুনসুটি!
পেঘের পালকের মত ভেসে ভেসে হারাবো দু'জন,
বৃষ্টি হয়ে ঝরবো যখন তখন!
আমার মনের নীল আকাশ দেবো তোকে লিখে!
তুই হারিয়ে যাসনা শুধু আমার থেকে।
বিষাদের যন্ত্রণা কাটিয়ে উঠেছিলাম তোর একটু ভালোবাসা পেয়ে!
তোর ভালোবাসায় রোজ সিক্ত হই আমি অবশেষে।
ফিরে এসে একবার দেখ এ মন কেমন শুধু তোকে ভেবে,
পারবো না পারবো না কভু তোকে হারাতে।
আজীবন তোর অপেক্ষায় আছি,
এ মন তোর তরে পড়ে রয় দিবানিশি!
-