9 MAY 2022 AT 11:11

পারের কড়ি

রবি মনের আকাশ গাঙে
ঠাকুর সবার কাছে
রবির কিরণ ছাড়া কি কেউ
এক মুহূর্তও বাঁচে?

রবির কিরণ ছাড়া যেমন
শূন্য জীবন ধারা
রবির কলম বিনা তেমন
বিশ্ব বাংলা ছাড়া

সবার জীবন বোধের গায়ে
রবির কিরণ লেগে
কাঙাল হল বিশ্ব বাঙাল
উঠল জগৎ জেগে

সকাল সাঝে নিত্য-কাজে
সংশয়ে সংকটে
প্রেম বিরহেও ভরসা রবি
পারের কড়িও বটে।

- আলী হোসেন