খাওয়াও তুমি পাওনা খেতে, এটাই তোমার দেশ
তোমার আকাশ তোমার ভুবাস
তোমার ঘামের গন্ধ-সুবাস
নেয় শুষে যার ঝরে না ঘাম
রোদে পোড়ার দেয় না যে দাম
রক্ত শুষতে বানায় কানুন, ধরেন ছদ্মবেশ।
এই কানুন কী মানবে তুমি, মুষ্টি ওঠাও গুনতে
তোমার ঘামের মূল্য যত
শুধতে হবে মূল্য তত
বানিয়ে তোমায় দাবার বোড়ে
ভাগ না বসায় পুঁজির ফোঁড়ে
বিক্রি না হয় ঘামকথা, তা বাধ্য করো শুনতে।- আলী হোসেন
4 DEC 2020 AT 11:59