16 JUN 2018 AT 21:36

ঈদের গান

শিমুল তলার ছোট্ট শিমুল  গান ধরেছে আজ
ঈদের দিনে খেলবো শুধু রাখবো নাতো  কাজ
আমার সাথে খেলবে খেলা
দেখবে ঘুরে ঈদের মেলা
ঠাকুর বাড়ির তপন তরুণ পণ করেছে আজ
পাল্লা দিয়ে সিমাই খাবে,  হালিম খাবে রাজ।

ধূপ-ধুনোরই পুজোর বাতাস আতর মেখে আজ
নাচছে দেখ মিলন মেলায়, গাইছে গলায়  নাজ
এসব দেখে ময়না পাখি
বলছে বসে কেমনে  থাকি
দোয়েল কোয়েল আয় আয়েশা সাজাই নতুন সাজ
মিলনগীতির তফান তুলে বানাই  মহল তাজ।

- আলী হোসেন