24 OCT 2017 AT 23:20

চকোলেট খেলেই জেনো, দাঁতে ধরবে পোকা
শুনে কথা মনের ব্যথা
ভীষণ গেল বেড়ে
মায়ের উপর ভীষণ রেগে
কাঁদলো গলা ছেড়ে
ভাবলো খোকন বোঝেনা, মা এক্কেবারে বোকা।

চকলেটের কী কী গুন, মা বুঝেও বোঝেনা যেন
সেকেলে সব ভাবনা ভেবে
মা, শুধুই চলে বকে
গুণের খবর রাখেনা তাই
মরছি আমি শোকে
মায়ের প্রশ্ন এত বোঝাই, তবু বোঝেনা খোকা কেন

- আলী হোসেন