5 AUG 2018 AT 16:28

বন্ধু তুমি
আলী হোসেন

যখন তোমার জন্য আকাশ হয়ে কষ্টে ভাঙে বুক
তুমি বন্ধু সামনে এসো
একটুখানি ভালোবেসো
নেবো বৃষ্টি-ভেজা সুখ

যখন তোমার জন্য বাতাস হয়ে দুঃখে ভাসে বুক
বন্ধু তুমি ভাসিয়ে নিয়ো
একটুখানি ছুঁয়ে দিয়ো
নেবো পাতা-নড়া সুখ
#বাকি অংশ ক্যাপশনে দেখুন

- আলী হোসেন