আমি যদি রাত্রি হতাম, ঘুমের দেশে এসে
তোমার চোখের পাতা ছুঁয়ে
মাতাল চাঁদের আলোয় ধুঁয়ে
ঘুম পাড়ানি গানের টানে
পাল্টে দিতাম ঘুমের মানে
স্বপ্নপুরীর রাণীর মতো শুধুই ভালোবেসে
- আলী হোসেন
28 JUL 2018 AT 0:41
আমি যদি রাত্রি হতাম, ঘুমের দেশে এসে
তোমার চোখের পাতা ছুঁয়ে
মাতাল চাঁদের আলোয় ধুঁয়ে
ঘুম পাড়ানি গানের টানে
পাল্টে দিতাম ঘুমের মানে
স্বপ্নপুরীর রাণীর মতো শুধুই ভালোবেসে
- আলী হোসেন