22 AUG 2018 AT 20:32

আমার মধ্যে যেজন আছে জিভটি করে লাল
সেজন কি আজ লজ্জা পেয়ে
মন যমুনায় সাঁতরে যেয়ে
লোভের নোঙ্গর খুলে দিলো উড়িয়ে দিতে হাল

আমার মধ্যে যেজন আছে চোখটি করে ‘বড়’
সেজন কি আজ উড়িয়ে ধুলো
মনের যত ময়লাগুলো
কুরবানী কি দিতে তাকে করলো সেসব জড়ো

আমার মধ্যে যেজন আছেন দম্ভ-রঙে রেঙে
তার কাছে কি আজকে এসে
একটুখানি ভালোবেসে
কুরবানী কি দিচ্ছি তাকে দম্ভ-দেওয়াল ভেঙে

আমার মধ্যে আছেন যিনি টাটায় ভীষণ চোখ
তার কানে কি বলছে বাতাস
জাত না দেখে বন্ধু পাতাস
কুরবানী দাও বলছে কি সে ভুলে বিভেদ শোক

এরাই যদি আমার প্রিয় প্রেমের চেয়ে দম্ভ বড়
তবে আমার বৃথাই বড়াই
অর্থ দিয়ে দম্ভ বাড়াই
কুরবানীতে করছি সোনার পাথর-বাটি জড়ো
                –---------/---------

- আলী হোসেন