Alex Ron   (Alex)
9 Followers · 1 Following

I am simple because i am limited edition
Joined 14 April 2018


I am simple because i am limited edition
Joined 14 April 2018
4 FEB 2022 AT 21:20

তুমি আজ আমার হয়েও আমার না
তুমি আমার বাস্তব হয়েও কল্পনা ||

-


9 DEC 2021 AT 12:10

আমি নাহয় বদমেজাজী
ব্যবহার অনেকটা বন্য ;
তবুও আমি ভালোবাসি
তুমি আমার কাছে অনন্য ||

-


28 OCT 2021 AT 23:46

ভেবেছি কাহারো সাথে মিশিব না আর
কারো কাছে বর্ষিব না অশ্রুবারিধার।
মানুষ পরের দুখে, করে শুধু উপহাস
জেনেছি, দেখেছি তাহা শত শত বার

-


23 OCT 2021 AT 18:45

যাওয়ার সময় দেখেছি তোমায় নির্বাক হতে
তাকিয়েছো আমার তরে নিষ্পলক নয়নে ;

সুন্দর তুমি ক্ষণস্থায়ী, দেখতে এসো একবার
যেদিন থাকবো আমি চিরকালের শয়নে ||

-


23 AUG 2021 AT 2:04


যদি কখনও...
নিজেকে একা মনে হয়
ফিরে আসিস আমার কাছে

কথা দিচ্ছি,
তোর মত প্রয়োজনে থাকবো না
শুধু তোর প্রিয় জন হয়ে থাকবো ||

-


12 JUN 2021 AT 12:22

সেই ছন্নছাড়া বদমেজাজি ছেলেটা
কষ্টে আজও বালিশ জড়িয়ে কাঁদে ;

অন্যজন ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে
নতুন কাউকে ফেলছে তার ফাঁদে ||

-


29 MAY 2021 AT 0:42

দরকার মিটে গেলে কেউ পাশে থাকে নি
অস্থায়ী মানুষ পেয়েছি শুধু এই জীবনে ;

তাদের থেকে প্রত্যাশা রাখা আমারই ভুল
মনুষ্যত্ব বেঁচে নেই যে আর কারও মনে ||

-


29 APR 2021 AT 0:15

বড়ো যখন হচ্ছি
একা চলা শিখতে হবে ;
না আগে কেউ পাশে ছিলো
না পরে কেউ পাশে থাকবে ||

-


19 APR 2021 AT 0:46

ভালোবাসা যদি অপরাধ হয়
তাহলে তোমার কাছে আমি অপরাধী,
চোখের জলই যদি আমার মুছতে না পারো
তোমায় ভালোবাসার বাঁধনে কিভাবে বাঁধী?

-


5 APR 2021 AT 1:05

না হতে পারলাম -
বাবা - মায়ের যোগ্য সন্তান
না হতে পারলাম -
পড়াশোনাতে ভালো ছাত্র
না হতে পারলাম -
ভালো মানুষ
না হতে পারলাম -
যোগ্য প্রেমিক ||


হ্যাঁ আজও আমি ব্যার্থ 🥺

-


Fetching Alex Ron Quotes