Peoples are being hypocrite nowadays, they protest against those things which they do and make others confused if they are victim or player! And thus they try to find their satisfaction feeling themselves feresta..
-
Peoples are being hypocrite nowadays, they protest against those things which they do!
-
Decorative things are beautiful till the time it is in shape of decoration but things when starts being beautiful naturally in eyes, lasts.
-
সে মুচকি হেসে লজ্জামুখে কি যেন কি ভাবে,
সে মুখ ঘুরিয়ে পেঁছোন ফিরে আঁড়চোখে তাকাবে।
তার খামখেয়ালী চঞ্চলতায় পথিক ফিরে তাকায়,
তার নাস্তি মনে যখন তখন প্রতিচ্ছবি আঁকায়!
কেউ না জানে কি যে চলে তার অবচতেন মনে,
কে যেন সে বান্ধা পড়ে তাহার মায়ার সনে..
তার মন খারাপে ভাবে হঠাৎ চুপকে থমকে রয়,
তার অদৃশ্যতায় আহাজারির বন্যা ভীষণ বয়!
সে দখিনধারে পবনতলে গাইবে গানের সুরে,
তার মন খারাপে বৃষ্টি হবেই, বৃষ্টি শহর জুড়ে!
তার স্বপ্ন জুড়ে টিচার হবার আকাঙ্খারা জমে,
তার হাসিমুখে দুঃখপাখির দুঃখরা সব কমে।
সে রাগলো যদি অগ্নিঝড়া উত্তাপে সব পোড়ে,
কোন সে খানে কোন যে কবি তার ভাবনার ঘোরে!
সে হাসলো যদি দাঁতের তলে খুশির বন্যা বহে,
তার মুখ অবয়ব, লাজুকতা, কি জানি কি কহে!
সে স্বল্প কথায় চুপকে থাকে, নিরবতায় বলে,
সে টাকুশটুকুশ হেলেদুলে দুইটি পায়ে চলে।
তার চলনবলন আর আস্ফালন ধরতে পারে কেবা?
তার জাদুর হাতে জমতে থাকুক নিত্যদিনের সেবা।
তার আঙুলতলে আঙুল মিশে পথিক পথে হাঁটুক,
তার শাসনতলে উগ্র কারো সরল জীবন কাটুক।
তার ইশারায় চন্দ্র-তাঁরা ডুবুক আবার ভাসুক,
তার রসিকতায় দুঃখ ভুলে বিষাদ মনও হাসুক..
চঞ্চলা
Al-Amin Bin Bashar
২১-মে, ২০২৩-
When one start being soft another show his/her attitude, that's why one can't be so. And thus nothing can be started with sweetness rather ends with silence.
-
Over thinking is one of the most dangerous enemy for us, if we could control it, we could have get a better life. Creating impact of trauma we name it care! We have to understand the meaning of love first.
-
ঝিলিমিলি চাঁদ কভূ আকাশে দেখেছো?
চাঁদমুখো ঐ রুপে জোৎস্না মেখেছো?
ছাদে গেছো কখনো কি আলোকিত রাতে?
দেখেছো সে চাঁদকে ঈর্ষা জড়াতে?
সে তো চাঁদ, মায়াভরা, জোৎস্না ছড়িয়ে-
মাখিয়ে সে রাখে তার জোৎস্না গড়িয়ে,
তবু কাকে দেখে সে জ্বলছিল ঈর্ষায়?
তোমাকে সে দেখেছিল কাকভেজা বর্ষায়!
-
People get back home after a long busy day and they want to get relaxation, mental peace and we all need someone who can create that impact instead of giving a negative vibe to that giddy head by their own creative thoughts, thus they create the barrier to create a good bonding and finally plays victim role! 😂
-
People use over 'hm' 'hm' when they want to reduce the amount of texts so that others hardly can find out texts after 'hm' and automatic stops and the ridiculous matter is they are blamed, ending feeling guilty!
-
Someone is insulting you day by day in social media without any proper rights & reasons where there you never committed and still you're not reacting on that, that doesn't mean you don't care about that. You're just respecting and avoiding making negativity. They shouldn't take that easily, if once you get in character, they won't be able to digest that, if once you turn around, you'll be done tartly and they're not going to find you out in the same way again.
-