1 JAN 2020 AT 18:24

শুনে ছিলাম যে যার মধ্যে যে গুন টি রাখে , ঈশ্বর সেই গুনেরই পরিক্ষা বারবার নিয়ে থাকে।
প্রিয়জন কে যাতে হারাতে না হয় , কষ্ট পাই , সহ্য করি অবহেলার ব্যথা টা কারণ আমাদের মধ্যে থাকে একা হয়ে যাওয়ার ভয়।
এই সহ্য করার অভ্যাস টা গুনই বটে তাইতো এটা যায় চারিদিকে রটে।
এই নতুন বছরে একটা সংকল্প নিয়েছি। নিজেকে ছোটো করব না আর। যদি সবাই ছেড়ে চলে যায় তাহলে যাবে কিন্তু অন্যকে যন্ত্রণা দিলে তার ফল নিশ্চয়ই পাবে।

- আকাশ