যখনই পড়ি কোনো গল্পের বই,
চলে যাই অন্য একটা জগতে
বেয়ে কল্পনার মই।
শুধু মনে হয় যে বাস্তব জগৎ টা কে ভুলে,
সবসময় বইয়ের জগতেই রই।
-
যারা ভালোবাসার অভিনয় না করে , সত্যিকারের ভালোবাসে,
যারা দিনের পর দিন নিজেদের সম্পর্ক টা কে গুরুত্ব দিয়ে সেটা কে বাঁচিয়ে রাখার চেষ্টা করে ,
অবশেষে তারাই গুরুত্বহীন হয়ে যায়।
কারণ তারা বুঝতে পারে না, যে এই পৃথিবী তে এমন অনেক মানুষ আছে যারা ভালোবাসার মূল্য বোঝে না, তারা শুধু ভালোবাসার ভান করে।-
কাল হবে নতুন বছরের প্রথম সকাল।
তাই ঠাকুরের কাছে কেবল এই টুকুই বলার ,
যে মানুষ বাঁচুক মানুষের মতো , যেন থাকে না ভেদাভেদের কোনো দেয়াল।
শেষ হোক মহামারী, সুস্থ থাকুক সবাই।
সমস্ত দুর্বলতা ঘুচে যাক , সবাই নিজের মতো করে যেন লড়তে পারে নিজের লড়াই।
-
এ ভেসে জেতে চাই সুদূরে।
যেখানে স্বপ্ন হাতছানি দিয়ে ডাকে।
কিন্তু মাঝে মধ্যে ভয় হয় , যদি পড়ি
দুর্বিপাকে ?
যা হওয়ার হবে , হয় তো সফল হবো
আর তা না হলে , অভিজ্ঞতা আমার ভুল গুলো দেখিয়ে দেবে আমাকে।
-
যখন তোমার মনে পড়ে যে আজ স্নান করতেই হবে , কারণ তুমি দু দিন ধরে ঠান্ডা লাগছে বলে স্নান করোনি।🥶🤣😜
-
The inner self have completely become a wall.
Nothing pass through it and make us look like we are very calm but in our mind we always recall the old incidents , that's all.
-
আরো গাঢ় হোক প্রেমের রং , বাড়ুক ভালোবাসা।
পরস্পরের প্রতি বিস্বাসের ওপর যেন আঘাত হানতে না পারে প্রত্যাশা।
রাগ , অভিমান যতই হোক না কেন , দিন শেষে যেন জয়ী হয় কেবল ভালোবাসা।
-
আজ অচেনা মুখের তালিকায় পেয়েছে স্থান।
এখন আর একা হাঁটতে ভয় করে না ,
কারণ আমি জানি যে কারা আমার আপনজন , আর করা করে শুধু ভান।-
পরস্পর কে টপকে এগিয়ে যাওয়াতে মশগুল সবাই ,
কেও বা জেতে আর কেও বা হেরে যায় পুরো টাই ,
প্রতিযোগিতার চাপে অপ্রিয় কাজও আমরা করে ফেলি নির্দ্বিধায়, আর দিনের শেষে সুপ্ত প্রতিভা গুলো নিঃশব্দে হারিয়ে যায়।
-
সেটা মোটেও ক্ষণভঙ্গুর নয় তা এতো দিনে উপলব্ধি করতে পেরেছি।
আমার জীবন টা কে ভালোবাসায় ভরিয়ে দেওয়ার মানুষ টি আমার ভেতরেই ছিল, তা না জেনে তাকে এতো দিন মুঠোফোনে খুঁজে বেড়িয়েছি।
-