আমার পরিচয় আমি বেকার যুবক।
দিন শেষে যখন বাড়ি ফিরী,
তখন ছেড়া পেন্টের পকেটের নিরাশার ছাপ ফেলে!
গোলাপটা যে খুবই মূল্যবান,
কিন্তু ওতে যে কাটা প্রচুর!
আমাদের জীবনে নেই কোনো
চাঁদের আলো,
আছেতো শুধু সূর্যের কাঠ ফাটা রদ্দুর!
জীবনটা যেন একটা বিভীষিকা মাত্র!
তবুও মুখফুটে বলবোনা আমরা
আজ গরম ভাত জোটেনি কপালে।
হাসি মুখে সব ঝড় সহ্য করে
দিন শেষে নিজের সবার আড়ালে
নিজেদের চোখের জল ফেলি।
-
ভারত একটি গণতান্ত্রিক দেশ।
আর ভারতকে এই গণতন্ত্র সঠিকভাবে বজায় রাখতে রাজনীতিবিদদের সঠিক সিদ্ধান্ত ও ভারতের বেশিরভাগ মানুষদের ভারতীয় অর্থনীতি সম্পর্কে সম্যক জ্ঞান থাকলে খুবই ভালো হবে।
তবেই দেশ ও দশের উন্নতি সম্ভব হবে।
-
প্রিয় কমরেড,
ভালোবাসা নিয়।
তুমি আমায় সাহস যোগাও,
তুমি জীবনের মানে বোঝাও।
তোমার চোখের কাজলে,
আমি বার বার প্রেমে পরেছি।
তুমিইতো আছো,
যাকে নিয়ে স্বপ্ন দেখি.....
দুটো মনের কথা বলতে পারি।
হ্যাঁ একদিন সব ঝড় থেমে যাবে,
সেদিন তোমার সাথেই যাবো ঘুরতে।
পরো সেদিন তোমার,
লাল পারের সেই শাড়িটি,
কানে থাকবে দুল,
আর তোমার এক গাল ভরা হাসি।
হাতটা ছেড়ে দিয়না কমরেড।
আজ তোমার সাথে দেখা নেই,
তবে কী হয়েছে!
আসবে আবার সেদিন ফিরে,
জীবনের রং রঙ্গিন হবে যবে!
আকাশ মন্ডল
-
প্রিয় কমরেড,
ভালোবাসা নিয়।
তুমি আমায় সাহস যোগাও,
তুমি জীবনের মানে বোঝাও।
তোমার চোখের কাজলে,
আমি বার বার প্রেমে পরেছি।
তুমিইতো আছো,
যাকে নিয়ে স্বপ্ন দেখি.....
দুটো মনের কথা বলতে পারি।
হ্যাঁ একদিন সব ঝড় কেটে যাবে,
সেদিন তোমার সাথেই যাবো ঘুরতে।
পরো সেদিন তোমার,
লাল পারের সেই শাড়িটি,
কানে থাকবে দুল,
আর তোমার এক গেল ভরা হাসি।
হাতটা ছেড়ে দিয়না কমরেড।
আজ তোমার সাথে দেখা নেই,
তবে কী হয়েছে!
আসবে আবার সেদিন,
জীবনের রং রঙ্গিন হবে সেদিন।
-
মধ্যবিত্ত
আমার চালের ড্রাম আজ বাড়ন্ত!
ঋণের বোঝাতে আমি জর্জরিত!
ট্রেনওতো বন্ধ!
রোজগারেরো পথ বন্ধ!
এইভাবে কি আর বেঁচে থাকা যায়?
সহায়তারও কেউ যে নেই!
কাকে যে বলি?
খুঁজে যে পাইনা কাউকে!
হয়তো এবার সর্বস্ব হারাতে হবে,
এই মহামারীর কবলে!
-
মধ্যবিত্ত/আকাশ মন্ডল
আমার চালের ড্রাম আজ বাড়ন্ত!
ঋণের বোঝাতে আমি জর্জরিত!
ট্রেনওতো বন্ধ!
রোজগারেরো পথ বন্ধ!
এইভাবে কি আর বেঁচে থাকা যায়?
সহায়তারও কেউ যে নেই!
কাকে যে বলি?
খুঁজে যে পাইনা কাউকে!
হয়তো এবার সর্বস্ব হারাতে হবে,
এই মহামারীর কবলে!
-
প্রেমিকা তুমি বড্ড রাজনীতি বোঝো,
আমি তো "র" টাও বুঝিনা বলো....
কাটা ঘায়ে আঘাত করে বলো,
আজ আমি একটা নতুন গোলাপ
পেয়েছি তাই তোমাকে
কেন ভুলবোনা বলো!
-
অপরাধ নিয়োনা প্রিয়,
তুমি যদি আমায় বিশ্বাস করো,
তবে হাত ধরণা অন্যকারো।-
ঘুষখোরেরা ঘুষ খায়,
যোগ্যতার দেয়না যে দাম।
যারা সফল হয়েও ব্যর্থ হয়,
তাদের নেই এই সমাজে দাম!
-
নীল বাতি,
এটাতো একটা নেশা।
এটাকে গ্রহণ করা শক্ত।
কিন্তু একবার গ্রহণ করলে,
ছাড়াটা আরো বেশি শক্ত।
-