Leave the veil and go to Sangbazar. The mind becomes the wife of the clan, How long will you stay at home!
-
Be careful,
I have two mothers Mahamaya+jogMaya
Iam o negative!
Human birth i... read more
দেহের ভিতর যেই ছয়জনা !
দিতো কু_মন্ত্রনা,
আজ তাহারা কোথায় গেল-
ভাবছো কি মনা !-
হঠাৎ খেয়ালি দিনে কাছে এসে পথ চিনে......
সুযোগ পাবে না দিয়ে যেতে আর অভিনয় উপহার....-
অপার মহিমা তার ফুল সে বটে,
কি ফুল ফুটিল প্রেমের ঘাটে !
যেই ফুলের জগৎ গঠন,
সেই ফুলের হলো না যতন !-
দুনিয়ার ধন-সম্পদ অর্থ-কড়ি পাওয়ার জন্য মরিয়া নাহ,
দুনিয়ার জীবনে ততটুকু চায় যতটুকু একেবারে না হলেই নয় !-
সেই যে গলছে বিকেল,
প্রকৃতির পানে তাকিয়ে রয়!
আসে নাহ রহস্যময়,
তাহার মাঝে বেঁচে রয়!
-
আক্ষেপ আমি,
মাটির টানে!
আজ আমি মৃত
মাটির গহীনে!
পাথরের চোখে
সময়েরা স্তব্ধ এখানে!
সময়ের বালুচরে নেই
মোর কোন জাজ্বল্য চিহ্ন!
দুনিয়া ছেড়ে আছি বারযাখ,
এখানে চিত্র বড় ভিন্ন!
ধ্রুব মৃত্যু!
দু-নয়নের মধ্য দুরত্বের
নিকট বাস্তবতা!
মর্ত্যের গহীন সুড়ঙ্গে পলায়ন
কিংবা আকাশে সিঁড়ি পাতা।
দেবে না নিস্তার তোমায় ---
মৃত্যুর হীমশীতলতা!
বাতাসে সন্তরিত
আজ্ঞাবহ মৃত্যু ফেরেশতা!-