Akash Karmakar   (Akash Karmakar)
312 Followers · 440 Following

An eternal soul is searching for his permanent residence
Joined 30 November 2017


An eternal soul is searching for his permanent residence
Joined 30 November 2017
27 MAY 2023 AT 12:47

অহংকারের ফলে পতন অনিবার্য...



এবং তা অতি অবশ্যই হবে শীঘ্রপতন✌️

-


20 APR 2023 AT 10:59

শহরের শীতলতম দিনে
বুকে ট্রপিক্যাল হাওয়া পান্তা ভাত
গামছায় তোয়ালায় অবিরাম লুয়ের আঘাত,
ঘেমে এসেছি ঘেমে
ধুধু রোদের-ই জন্য, ধুধু রোদের-ই জন্য।

যত্ন যত্ন নেড়া নেড়া কেশ
গরমের শোকের ফোঁড়ায়, ভরিয়ে দেবো।
ঘাম বলে আমার এ ঘাম
ধুধু রোদের ই জন্য, ধুধু রোদের ই জন্য
ধুধু রোদের ই জন্য।

-


15 APR 2023 AT 19:58

আমি : ও টোটো কাকু, যাবে বৈকুন্ঠের দিকে?

টোটো কাকা : একা যাবে?

আমি : নাতো? একা কেন যেতে যাব? তুমি আমি একসাথে যাব তো। হ্যাঁ এটা আলাদা যে, আমি তোমাকে ভাড়া দেব আর তুমি আমাকে কোম্পানী দেবে এতটা যাব বলে।

টোটো কাকা : (খানিকটা হকচকিয়ে) আচ্ছা চলো তো, তাহলে পরে কাউকে পেলে চাপিয়ে নেব।

আমি : বাহ্ এই তো ভালো কথা বলেছ। চলো যাওয়া যাক্ তবে😃

-


21 FEB 2023 AT 23:47

এক প্রেমিক তার প্রেমিকাকে মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলায় নিজের মনের কথা প্রকাশ করতে গিয়ে লিখল:

তুমিই আমার জীবনসঙ্গী, আমরা হলাম অমরসঙ্গী
তুমিই আমার পরমসঙ্গী, আমরা হলাম পথেরসঙ্গী।

এতসুন্দর লিখে পাঠানোর পর ছেলেটা যখন অপেক্ষায় রয়েছে বেশকিছু চুমু হার্ট ইমোজি পাওয়ার ঠিক তখনই দেখল তাকে মেয়েটি ব্লক করেছে হোয়াটসঅ্যাপে। ভ্যাবাচ্যাকা খেয়ে ছেলেটি দেখল যে মেসেজটিতে সমস্ত 'স' গুলো অটোকারেক্ট হয়ে 'জ' হয়ে গেছে।

অটোকারেক্ট হতে সাবধান🙂🙂

-


9 OCT 2022 AT 23:17

পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কোনো আক্ষেপ আফসোস নেই জীবনে। কিন্তু এই না পাওয়াগুলোরও সীমাবদ্ধতা রয়েছে। আপনার না পাওয়া আর একজন উচ্চবিত্তের না পাওয়ার মধ্যেও এক বিস্তর ফারাক রয়ে যায়। বৈষম্য শুধু পাওয়াতে নয়, না পাওয়াতেও বিদ্যমান এবং সময়ের সঙ্গে তা বাড়তেই থাকে।

-


22 SEP 2022 AT 17:44

রাখহরি: কীরে বিয়ের সব প্রস্তুতি হয়ে গেছে?

ভজহরি: হ্যাঁ ভাই প্রায় শেষ। দুটো ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেটেড, সিমকার্ড চেঞ্জড, ফোনটাও ফরম্যাট করেছি। শুধু তোকে হাতজোড় করে রিকোয়েস্ট করাটা বাকি

রাখহরি: আমাকে আবার কিসের রিকোয়েস্ট ভাই?

ভজহরি: তুই শুধু মুখটা বন্ধ রাখিস ভাই। ওটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ রে।

-


9 SEP 2022 AT 18:57

পুজো আসন্ন কীভাবে বুঝবেন?
ঐ যে বৃষ্টিতে রাস্তায় তৈরী হওয়া গর্তগুলো মাটি দিয়ে ভরাট করা হচ্ছে দেখে।

কোনো মন্ত্রী আসছেন কীভাবে বুঝবেন?
ঐ গর্তগুলোতে রাতারাতি পিচ দিয়ে রোলার চালিয়ে নতুনের মতন করা হবে দেখে।

-


31 AUG 2022 AT 18:12

She gave me a bouquet of memories
I know she also had her own
Rest of our lives we would cherish.

-


31 AUG 2022 AT 18:07

हमने अपना भाबनाओ को शब्द दिए
जिसने भी ठुकराया था एकदिन
आज वो सभी शब्द पड़ कर स्तब्ध हुये।

-


31 AUG 2022 AT 17:50

दिल में सिर्फ दर्द उठा
वक़्त के साथ सब बदला
प्यार भी हमसे यूँ रूठा।

-


Fetching Akash Karmakar Quotes