শ্রাবণ বেলায় তোমার কথা
ভেবে বিষণ্ণ এই মন
আশার পথে দিয়েছি পাড়ি
যেখানে তোমার বিচরণ।-
ঐন্দ্রিলা ঘোষ কাঁড়ার
(মেঘের পালক)
9 Followers · 16 Following
খুব সাধারণ একজন মানুষ, নিজের মনের ভাবই কলমে প্রকাশ করি। পেশাদারী লেখিকা নই।
Joined 19 August 2020
22 MAY 2022 AT 15:31
21 MAY 2022 AT 8:59
নদী কিছুটা মানবত্মার মত,
নদীর কোন বাঁকে কি লুকিয়ে
আছে সেটা শুধু তার গতিময়তাই
জানে। জীবন এক পরিব্যাপ্তক ভ্রমণ,
সেখানে নদী শুধুমাত্রই সময়ের মূল্য নির্ধারক।-
21 MAY 2022 AT 8:37
শহর জুড়ে বৃষ্টি নামে
খুঁজে নিও তোমার ঠাঁই
বৃষ্টি শেষে রামধনুরা বলে
শেষ পর্যন্তই আমি তোমাকেই চাই।
-
19 MAY 2022 AT 12:13
আকাশের ঠিকানায় চিঠি দিয়ে বললাম আমি ভালো আছি, তুমিও ভালো থেকো........
-
19 MAY 2022 AT 0:19
তোমাকে আরো কাছে পেতে অভিমান করেছিলাম
অভিমানের ভাষা না বুঝে তুমি দূরে চলে গেলে
হয়তো এটাই চেয়েছিলে!-
18 MAY 2022 AT 10:46
ছেলেটার খুব জেদ, সে শুধুই চুপ করে থাকে
আর আমার বিধ্বস্ত হৃদয় হার মানে বারে বারে
-
18 MAY 2022 AT 10:12
হাজার ভিড়ে মিশে আছো তুমি
অকৃত্রিম ভালোবাসা নিয়ে
এক প্রস্থ লিখতে গিয়ে,
হারিয়েছি তোমায় মনের সমভূমিতে-
17 MAY 2022 AT 18:52
THE ULTIMATE
I N S P I R A T I O N
IS THE
D E A D L I N E
-