ঐন্দ্রিলা ঘোষ কাঁড়ার   (মেঘের পালক)
8 Followers · 16 Following

খুব সাধারণ একজন মানুষ, নিজের মনের ভাবই কলমে প্রকাশ করি। পেশাদারী লেখিকা নই।
Joined 19 August 2020


খুব সাধারণ একজন মানুষ, নিজের মনের ভাবই কলমে প্রকাশ করি। পেশাদারী লেখিকা নই।
Joined 19 August 2020

শ্রাবণ বেলায় তোমার কথা
ভেবে বিষণ্ণ এই মন
আশার পথে দিয়েছি পাড়ি
যেখানে তোমার বিচরণ।

-



নদী কিছুটা মানবত্মার মত,
নদীর কোন বাঁকে কি লুকিয়ে
আছে সেটা শুধু তার গতিময়তাই
জানে। জীবন এক পরিব্যাপ্তক ভ্রমণ,
সেখানে নদী শুধুমাত্রই সময়ের মূল্য নির্ধারক।

-



শহর জুড়ে বৃষ্টি নামে
খুঁজে নিও তোমার ঠাঁই
বৃষ্টি শেষে রামধনুরা বলে
শেষ পর্যন্তই আমি তোমাকেই চাই।



-




শহরে
রাত
যত
বাড়ে
বিষাদের
সুরে
ভরে
যায়
বাতাস

-



আকাশের ঠিকানায় চিঠি দিয়ে বললাম আমি ভালো আছি, তুমিও ভালো থেকো........

-



চলে যাবার আগে
একমুঠো কৃষ্ণচূড়ার লাল দিয়ে যেও

-



তোমাকে আরো কাছে পেতে অভিমান করেছিলাম
অভিমানের ভাষা না বুঝে তুমি দূরে চলে গেলে
হয়তো এটাই চেয়েছিলে!

-



ছেলেটার খুব জেদ, সে শুধুই চুপ করে থাকে
আর আমার বিধ্বস্ত হৃদয় হার মানে বারে বারে

-



হাজার ভিড়ে মিশে আছো তুমি
অকৃত্রিম ভালোবাসা নিয়ে
এক প্রস্থ লিখতে গিয়ে,
হারিয়েছি তোমায় মনের সমভূমিতে

-



THE ULTIMATE
I N S P I R A T I O N
IS THE
D E A D L I N E

-


Fetching ঐন্দ্রিলা ঘোষ কাঁড়ার Quotes