বোন
~~~~~~~~
বোন মানে ভালোবাসা আর প্রশয়,
মনখারাপে বোনেরা হয় আশ্রয়।
বোন মানে হাজার দুস্টুমির সাথী,
বোনের সাথে আমি একই পথে হাঁটি।
বোনের শুভকামনা ভাইফোঁটা আর রাখী,
দাদদের ভালো চায়, বোন মিষ্টি পাখি।
বোনের সব আবদার দাদা যায় সয়ে,
চিরকালই বোন থাকে ছোট্টটি হয়ে।
মনের মধ্যে জেগে থাকে অকৃত্রিম আশা,
কিছুই দেবার হয়তো নেই, তাই দিলাম ভালোবাসা।-
24 MAY 2018 AT 15:40