Agnibhu Sarkar  
118 Followers · 120 Following

Joined 22 October 2017


Joined 22 October 2017
19 JUN AT 13:09

শহুরে বৃষ্টি
-------------------------
বৃষ্টি নামে ঝমঝমিয়ে,
শহর জুড়ে মুষলধারে।
জানালার কাঁচ আবছায়াময়,
বৃষ্টির এই জলকে ধরে।

বৃষ্টি এসে ভিজিয়ে ফেলে,
রাস্তা, ঘাট, ঘর ও বাড়ী।
জমা জলে তুফান তোলে,
স্কুলফেরতা দস্যির সারি।

বৃষ্টি আসে এই শহরে,
ধুয়ে ফেলে সব আবর্জনা।
বহুতলের গায়ে আঁকে,
জল দিয়ে নানা আলপনা।

বৃষ্টি পরে জীবনখাতায়,
হিসেব করি সুখ আর দুখ।
কফির কাপে ধোঁয়া তুলে,
ভরছে যে মনের সিন্দুক।

-


15 AUG 2024 AT 1:53

তিলোত্তমা
---------------------
কলম দিয়ে পরছে না কালি আর,
নৃশংসতার গুমোট পরিবেশ।
শুধুই কি ক্ষমতার অপব্যবহার,
তথ্য প্রমাণ লোপাট হলেই কি সবশেষ?

তিলোত্তমা ভগ্নীসমা, মানব সেবায় রত,
শয়তানেরা ওত পেতে ছিল রাতে।
ক্ষান্ত হয়নি ইজ্জত নিয়ে, শরীরে জুড়ে ক্ষত,
ভগবান শাস্তি দাও, নয়তো মৃত্যু দাও একসাথে।

গলিয়ে দিয়ে পচিয়ে দিয়েছে শাসন,
অশ্রু নয় এবার প্রতিশোধের পালা।
রাজপথ জুড়ে পেতে দাও তুমি আসন,
মোমবাতি নয়, বুকের মধ্যে আগুন জ্বালা।

তিলোত্তমা কোথায় রাখি এ লজ্জা?
নিজেকে লাগে বড্ড অসহায়।
চারপাশ জুড়ে ধর্ষকের সুখশয্যা,
চল প্রতিশোধের আগুনে, নিজেকে পোড়ায়।

-


2 APR 2024 AT 16:44

ভাঙা অনেক সহজ,
গড়া অনেক কঠিন।
কারোর কথায় কিই বা আসে?
আবেগ মাত্রাহীন।

-


2 SEP 2023 AT 0:36

তোমরা দেখছো মুখের হাসি, মনে উথাল পাথাল
কিন্তু সে হাসি বড্ড বাসি,নৌকোর ছেঁড়া পাল।
মুখ মুখোশের হাজার ভিড়ে, আমি ক্লান্ত পথিক
সত্যের পথ খুঁজি, খুঁজি পথ সঠিক।

-


27 JUN 2023 AT 20:28

সোমা মানে চাঁদ কিংবা চাঁদের অমৃত,
সোমা হলেন কড়া ভীষণ চলেন নিয়মমত l
সোমা হলেন নিপুণ গৃহিনী, সর্বকর্মে পটু,
সুদীপ নামের শিবের মাথায় চড়ান ফুল ঘেটু।
সুমিতের পড়াশোনা, কিংবা কোচিং ক্লাস,
কামাই হলে সোমা দেবেন চটাস ফটাস
সোমা হল আপনজন, ভীষণ ভালোবাসার,
সত্যি কথা সামনে বলে, নেইকো তার অহংকার।
আজকে শুভ জন্মদিনে কামনা করি আমি,
রাগ দুঃখ অভিমান সরিয়ে রেখে, আমাদের বন্ধুত্ব হোক দামী।

শুভ জন্মদিনে শুভ কামনা সহ
অগ্নিভূ, কল্যাণী ও গুল্লু

-


8 MAR 2023 AT 14:54

ভিতরে বাইরে
--------------------------
তারা ঘর সামলায়, শুধু তাই নয়
বাইরেও তারা সমান পারদর্শী।
রান্নাঘরের চাকি বেলনা হাতে,
বাইশ গজে ব্যাট বলে দূরদর্শী।
অফিসেও ফাইল নিয়ে, কখনো
সাদা ইউনিফর্ম গলায় স্টেথোস্কোপ।
রেগে গেলে অসুরদলনী, গরম খুন্তির
ছেঁকায় মারবে কোপ।
শিক্ষিকার রূপে যারা, বিদ্যার্থীদের কাছে
মাতৃসমা।
হাজার দোষের পরেও যাদের, কাঁপে না হাত
করতে ক্ষমা।
অর্ধেক পৃথিবীর মালিক তারাই, যারা লালন
করে ভ্রূণ।
শুধু মার্চের আট নয়, সারা বছর ধরেই
আমাদের আকাশে ওরা ফুলমুন।

-


7 MAR 2023 AT 16:14

লাগুক যে রঙ
------------------------
দোলের আবিরে মুখ রাঙিয়ে, প্রাণ রাঙিয়ে
উড়ন্ত স্কুটিতে দুরন্ত জুড়ি,
রঙ লেগেছে শরীর জুড়ে, মন জুড়ে
গাছের আগায় পলাশ কুঁড়ি।
বসন্তে যখন প্রকৃতি সাজে, হরেক রঙের
পরশ মেখে অঙ্গ জুড়ে,
ঠিক তখনই ঝরার শেষে, নতুন পাতায়
বৃক্ষের দল যায় তো ভরে।
বসন্তেই বাসন্তিকা, বসন জুড়ে সমাহার
নানান কেতার নানান রঙের,
হোলির সকাল , সোনালী রূপালী
মজার সাজ দেখো সংয়ের।
তবুও কি রঙ মর্মে লাগে,
নাকি রঙ কর্মে লাগে?
রঙ লাগুক সবটা জুড়ে, বস্তি থেকে
বহুতলের,
রঙ লাগুক ছেঁড়া জামার, রঙ লাগুক
বার্বি ডলের।

-


14 FEB 2023 AT 15:23

আজকে হল খেলা গোলাপ গোলাপ,
কাল থেকে হতে পারে প্রতিশ্রুতির খেলাপ।
ফেব্রুয়ারির চোদ্দ মানেই চারদিক লাল,
ফিকে হবে লাল রঙ যখন আসবে কাল।
ভালোবাসাকে নিয়ে সারাজীবন ঘোরো,
বছরের একটা দিন নির্দিষ্ট না করো।
অন্য ধর্মে বাসলে ভালো যেখানে জোটে লাঞ্ছনা,
সেখানে ভ্যালেন্টাইনের আদিখ্যেতা মানায় না।
সত্যিকারের প্রেমিক যুগল ভালো বন্ধু হয়,
আজকের শেষে অব্যশই তাদের হোক জয়।

-


4 DEC 2022 AT 23:16

১টা অস্কার,
২টা লিজিয়ন দি হনার
৩টে বুকার
৬টা নোবেল এমনি এমনি হয়না পরেশ বাবু
কাতলা মাছের ঘিলু না খেলে,
আমরা গর্বিত, আমরা মাছ খেকো বাঙালি।।

-


30 NOV 2022 AT 23:10

আর মাত্র কয়েকমিনিট পর
আসছে ডিসেম্বর,
যে ডিসেম্বরে, পিটারের উৎসবে
রহিমের বানানো কেক খেয়ে,
রাম বড়দিন পালন করবে।
হ্যাঁ চারদিকে অনেক অসময়ের মাঝেও,
এটাই আমার ভারতবর্ষ।।

-


Fetching Agnibhu Sarkar Quotes