Adrita Deb   (Adrita (Rai)..)
5 Followers · 5 Following

Joined 2 December 2021


Joined 2 December 2021
20 OCT 2022 AT 23:41

যে একদিন কথা দিয়েছিলো, কথা না ভাঙার
সেও একদিন দেওয়া কথা ভেঙে দেয় !!

-


20 JUL 2022 AT 0:26

শুরু থেকে শেষ
______________

অচেনা মানুষটা চেনা হয়, তারপর ধীরে ধীরে সে তোমার প্রিয় মানুষ হয়ে ওঠে। কত কথা, কত গল্প, কত হাসি, কত মজা; ঘণ্টার পর ঘণ্টা মোবাইলে কথা। কত কথা থাকে, শেষ আর হয় না। তারপর ধীরে ধীরে সে প্রিয় থেকে প্রিয়তম হয়ে ওঠে। এই প্রিয় থেকে প্রিয়তম এই পথটা খুব যে সহজ তা কিন্তু একদমই নয়। মনের সাথে লড়াই, মাথার সাথে লড়াই আরও কত কি যে চলে, কিন্তু অবশেষে সেই মানুষটা হয়ে ওঠে প্রিয়তম, হয়ে ওঠে প্রাণের একটা মানুষ। তৈরী হয় কত স্বপ্ন, যার সবগুলো পূরণ হবে কী না তা জানাও থাকে না। কিন্তু তাই বলে স্বপ্ন দেখতে তো মানা নেই। তারপর একদিন হঠাৎ ই সেই প্রাণের মানুষটা যে নাকি আগে কথা একটু কম বললেই রাগ করতো, কত কিছু অভিযোগ করতো, সেই মানুষটা কেমন একটা বদলে যায়; প্রিয়তম থেকে হটাৎ ই সে অচেনা হতে শুরু করে, দূরত্ব বাড়তে শুরু করে অথচ সেই মানুষটা বুঝতেই পারে না। কথা কমে যেতে শুরু করে। যারা একসময় ঘণ্টার পর ঘণ্টা কথা বলতো তারাই ঠিকমতো পাঁচ মিনিটও কথা বলে না কী সন্দেহ। একজন অভিমানে চুপ করে থাকে আর একজন তা বুঝতেও পারে না। একসময় যে কথা না হলে অভিযোগ করতো, অভিমান করতো আজ সে কোনোটাই করে না। হ্যাঁ শুনতে খুব অদ্ভুত লাগে, এই মানুষটাই আসতে আসতে একদমই অচেনা একটা মানুষ হয়ে উঠবে।।

-


28 JAN 2022 AT 1:30

মানুষ চলে যায়..
কিন্তু চলে যায় না স্মৃতিগুলো,
মানুষটাকে মনে না পড়লেও,
ভোলা যায় না তার বলা কথগুলো!

সেগুলো মনে পড়ে হঠাৎ - ই
আর বেঁধে এসে তীরের ফলার মতো।

বিদ্ধ হই তখন আমরা,
কেঁদে ওঠে ভেতরটাও!
— % &

-


9 DEC 2021 AT 14:13

মানুষ কষ্ট দেয় না.....
কষ্ট তো দেয় তাদের সাথে জড়ানো
"স্মৃতি গুলো"

-


9 DEC 2021 AT 9:20

Which takes a lot of time to build but not even a second to break.

-


9 DEC 2021 AT 8:49

Never love me and respect me.

-


9 DEC 2021 AT 8:40

When you want someone next to you and then he lifts his finger after you and walks away from you......

-


4 DEC 2021 AT 15:21

Because if the rope is torn, just as it is difficult to attach a pair, just as it is difficult to hope when the hope is broken.....

-


4 DEC 2021 AT 10:28

হঠাৎ দেখা
__________________
হয়তো হবে দেখা একদিন
হবে সেটা হঠাৎ করেই,
থমকে যাবো সেদিন
দুজনেই....

তুই, থাকবি সেদিন ওইপারে
আর আমি,
আমি থাকবো এইপারে।।

না না !!
একা থাকবো না কেউই,,
তোর হাতে থাকবে
হাত অন্য কারোর ;
আর আমার,,
আমার কাঁধে থাকবে হাত অন্য কারোর।।

সেদিন হারাবো দুজনেই
ক্ষনিকের জন্য
অতীতের কাছে.....

তারপর হঠাৎ-ই পড়বে
স্নিগ্ধ হাতের ছোঁয়া
আমার কাঁধে।।

উঠবো তখন চমকে
ফিরবো তখন বর্তমানে ,
সেই মানুষটির হাতের স্পর্শে।।

বুঝবো তখন...
যাবে না সে আমায় ছেড়ে
তোর মতন।।
কারণ....
তখনও সে রয়েছে ধরে
শক্তমতন।।
— আদৃতা দেব

-


4 DEC 2021 AT 9:52

When I realized that if you don't love yourself, the whole world will always disrespect you ...

-


Fetching Adrita Deb Quotes