যেমন করে অজান্তে তুমি এসেছিলে,
ঠিক তেমন ভাবে আবার চলেও গেলে।
তাতে বুঝলাম ---
আমার এই অকাল মৃত্যু অপঘাত নয়,
কিছু অভিশাপের নাম ' ভালোবাসা '- ও হয়... !! 🥀-
আমি তোমার থেকে দূরে হেঁটে চলে গেছি রোজ.. 🤍🍂
মাঝে মধ্যে কথা হয় বলে আমাদের —
সাধ হয় চিরদিন এভাবেই বাঁচি,
আমরা দু'জনার কেউ নেই দু'জনার কাছে
তবু যেন কোথাও একটা আলগোছে আছি !
আমার কাছে " তুমি " মানেই আমি
কিংবা আমি মানে তুমি,
এর চেয়ে বেশি চাইনি কিছুই, জানেন অন্তর্যামী...-
Kehne waalon ka kuch nehi jaata
Sehne waale fir bhi kamaal kar dete hain,
Kaun dhundega jawab dardon ke ??
Log toh bas sawaal karte hain..🥀-
হয়তো তরী পেরিয়ে যাবে
দাঁড়াবে গিয়ে ঘাটের পাশে,
তোমার চোখেই দেখতে পাবো
নদীর জলেও জোয়ার আসে..
মাঝির কাছে দিক জেনেছি
ঠিক কিনারা কোনখানে,
ছাতিম ফুলেও যে শহর ঢাকে
দেখাবো তোমায় আপন মনে..
অনেক কথা বলার তবু
বলতে গিয়েও আটকে যায়,
স্বপ্ন গুলো রঙিন হলেও
বাস্তব'টা অসহায়... !!-
একটা ব্যথার অনেক গুলো কারণ
সব'টা নেই তো জানা,
আমার মনের অসুখ তুমি
তবুও তোমায় বলতে মানা.. !! 🍂-
উড়তে গিয়েও মনের পাখি
উড়তে আর পারলো না,
দূরের আকাশ সেই রইলো দূরেই
কাছে তো সে এলো না.. 🥀-
সেদিনের বিরহ মিছিলে সামিল হলেনা তুমিও
মন কে সান্ত্বনা দেওয়া টা আজ নিতান্তই বাক্য ব্যয় ...
ভালোবাসার পরিবর্তে ভালোবাসা পাবো না জেনেও
শেষ অবধি চেষ্টা করেছিলাম তোমাকে ফেরানোর,
কিন্তু ভাবিনি এভাবে আমাকে চমকে দিয়ে জানিয়ে দেবে তুমি
তোমার ফিরে না আসার সেই অজুহাত ।
ওই দিনের পর থেকে তাই অপেক্ষা করা ছেড়ে দিয়েছি,
কারণ জানি " বঞ্চিত " দের এভাবেই খালি হাতে ফিরতে হয় সব সময়.. 🥀-
Ab na karenge
Tumse koi bhi sawaalat
Maaf kar dena,
Kaafi haqq jatane lage the tum par.. ! 🥀-
শহর জুড়ে আজ বৃষ্টি নামুক
তুমি খুঁজে নিও ঠাঁই,
বৃষ্টির প্রতিটা কণায় লেখা থাকুক
শেষ অবধি তোমাকে'ই চাই.. 🌻-
আমরা যারা অভিমানী খুব
কথায় কথায় কান্না আঁকি,
আসলে আমরা অবুঝের কাছে
নিজেকে বোঝার আশা রাখি... ।।-