Aditi Mandal   (অদিতি মণ্ডল(বালিকা বধূ))
0 Followers · 1 Following

WRITER
Joined 21 July 2020


WRITER
Joined 21 July 2020
16 MAR AT 13:28

তুমি পুরুষ, তুমি নারীকে ভালোবাসবে, যত্ন করবে আগলে রাখবে,
প্রতিদিন গাছে জল দেওয়ার মতো করে নারীকে একটু একটু করে ভালোবাসবে, তবেই না তারা বৃক্ষের মতো ঠায় দাঁড়িয়ে থাকবে, তোমার পাশে চিরতরে তারা সর্বস বিলিয়ে তোমায় ভালোবাসা দেবে!
✍️ অদিতি মণ্ডল(বালিকা বধূ)

-


10 MAR AT 15:04

প্রত্যেকটা মানুষেরই একজন করে নিজের ভালোবাসার মানুষ থাকে,
যেটা কেও প্রকাশ করতে পারে, আবার কেও বা প্রকাশ করতে পারে না।

-


9 MAR AT 19:49

বসন্তের এই দিন গুলোতে
হোক না হৃদয় একটু রঙিন
ক্ষতি কী নিজের অজান্তে
মনটা যদি হয় বেদুইন,
কোকিলের মিষ্টি সুরে
হৃদয় ভেসে যাক অচিনপুরে
এমন করেই জীবন ভরে
বসন্ত ফিরে আসুক বারে বারে।
✍️অদিতি মণ্ডল (বালিকা বধূ)

-


8 MAR AT 18:03

শুধু ছেড়ে যাওয়াকেই ঠকানো বলে না প্রিয়,, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে।

-


8 MAR AT 13:07

পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন আর সবচেয়ে দুর্বল অস্ত্র ভালোবাসা।

-


7 MAR AT 22:56

শুধু ছেড়ে যাওয়াকেই ঠকানো বলে না প্রিয়,, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে।

-


7 MAR AT 20:54

প্রেমের আঘাত কতটা তীব্র
বোঝে শুধু সেই জন,
যার হৃদয় ভর্তি ভালোবাসা
তবুও ভেঙেছে তার মন

-


5 MAR AT 8:22

সোনার ফসল গেছে ঘরে,
রিক্ত মাঠ তাই একাকী পড়ে...
পায়ের চিহ্ন পথ কেটেছে,
শূন্য মাঠের বুকটি চিরে
কুয়াশার ওই ঘোমটা ঢেকে,
সূর্য কোথায় লুকিয়ে ছিল?
পাখির ডাকের মিষ্টি সুরে
ছড়াই রোদের সোনা আলো।
---সুপ্রভাত ---

-


4 MAR AT 23:08

মানুষ তাকেই আঁকড়ে ধরে বাঁচতে চায়,
যার মাঝে সে তার নিজের জগৎ দেখতে পায়...

-


4 MAR AT 7:20

জীবনকে ভালবাসুন। ভালবাসতে ভালবাসুন। ভালবাসায় কিছু উন্মাদনা থাকবেই। কিন্তু সব উন্মাদনায়ই কিছু আন্তরিকতা মিশে থাকে।

-


Fetching Aditi Mandal Quotes