চিরহরিৎ অরণ্যের মতো যৌবনের ছায়া ঘেরা পথ পেড়িয়ে বার্ধক্যের পর্ণমোচী বনে একসাথে হলুদ পাতার মতো ঝড়ে যেতে চাই।
মর্মরিত হব খয়েরী পাতার মতো কোন এক শীত ভোরে পথিকের পায়ে অথবা পুবের হাওয়ায়।।-
যে অভিসার কেবলমাত্র কামসত্ত্বা কেন্দ্রিক।তা তো স্বল্পস্থায়ী।শব্দের যাদু,চোখের ভাষা আর একনিষ্ঠ সমর্পন ই প্রকৃত অভিসার।আর বাকিটুকু সময়ের দাবী।
-
তোমার নামে অপেক্ষা টাই থাক।
অন্তহীন হয় না যেন শুধু।
মন কেমনের মেঘলা বিকেল বেলা
বুকের ভিতর এক সাহারার ধূ ধূ।।
-
তোমার নামে অপেক্ষা টাই থাক।
অন্তহীন হয় না যেন শুধু।
মন কেমনের মেঘলা বিকেল বেলা
বুকের ভিতর এক সাহারার ধূ ধূ।।
-
জীবন বালুর ঘড়ি
ক্রমে কমে বালি
বয়স ও নদীর ধারা
বয়ে যায় খালি।
যতদিন স্রোত আছে
নদী বলে ডাকি
যতটুকু প্রাণ আছে
প্রাণ খুলে থাকি ।-
আমার কাছে বর্ষা আমেজ,
খোশ মেজাজে বিলকুল।
ওদের নদী বাঁধ ভেঙেছে
জল ভেসেছে দুই কূল।
আমার তখন বর্ষা দুপুর
অলস প্রেমিক মন,
ওদের তখন ঘর বাঁচাতে
লড়াই প্রাণপণ।
আমার শহর কংক্রিট আর
ওদের মাটির,কাঁচা।
মাতাল নদী, উথাল কোটাল
জান দিয়ে বাঁধ বাঁচা।
আমার চোখে ভাত ঘুম ,
আর ওদের কারোর ঘুম নেই,
কখন আবার বাঁধ ভেসে যায়,
চোখ তাকিয়ে শূন্যেই।-
জল জমানো উঠোন জুড়ে
খাতার পাতার নৌবিহার।
মন কেমনের কাব্য কথার
দিলাম ছুটির ইস্তেহার।
ভাবছো তুমি মেঘ করেছে
শহর জুড়ে শ্রাবণ সুখ
মেঘ জমা হয় ভিনদেশী
আর বৃষ্টি কিন্তু আগুন্তুক।
মৌসুমী যে মেঘের বিমান
আকাশ ভরায় বাদল দল
আসলে কিন্তু বৃষ্টি মানে
মেঘের ঘরে ফেরার ছল।
সবাই ফেরে সময় হলে
যেমন ফেরে পাখির ঝাঁক
মন কেমনের বৃষ্টি দিনে
'মন ভাঙি'রা নিপাত যাক্।
-
ফোঁটা ফোঁটা ঝরো সারা গায়ে
যেন প্রথম বর্ষার পানি
আমি গ্রীষ্মের পোড়া মাটি
তুমি কি ভিজিয়ে দেবে দানি!
-
একদিন ঠিক পাল্টে যেতেই হয়
অভ্যেসেদের লাগাম টানাই দায়।
দায় না হোক দায়িত্ব তো বাড়ে
বয়স বাড়ে তার কিছুদিন পরে।
মানুষের ও জীবনচক্র আছে
লার্ভা থেকে প্রজাপতি বাঁচে।
বদলাতে হয় এটাও প্র্যাকটিস
জীবন মানেই মেটামরফোসিস ।
-