অচিন মানুষ   (✍️অচিন মানুষ)
54 Followers · 11 Following

read more
Joined 28 May 2019


read more
Joined 28 May 2019
1 MAY 2021 AT 1:09

আমিও একটা কবিতা হতে পারতাম
আমার দেয়ালে তখন
তোর সারারাত,
কবিতার খাতা,
চুল খোলা তোর আলস্যের ছবি থাকত
কিন্তু দ্যাখ
কী রকম করে ফুরিয়ে গেছি
অবেলার পান্তা ভাতের মতো...

-


16 FEB 2020 AT 0:36

ধরো আমার হাতে আর ধমনী নেই
সব খুলে নিয়েছে ডাকাত সর্দার
প্রতিবেশী সহিস
রাতঘুম বলে আলো নিভিয়ে শুয়ে পড়েছে
তুমি শস্তা টিভির বেকার পদ্য শুনছ
আমি বলার চেষ্টা করছি
বন্ধু বনে থাকে বাঘ
জলে থাকে কুমীর
তুমি মোটেই পাত্তা দিলে না
হঠাৎ দেখলাম
আশ্রম মার্গ ঘিরে
গভীর অরণ্য
তুমি বললে-"দূর পাগল রাস্তা ঘন অন্ধকার"
আমিও তাই ভাবলাম
তারপর হালুম শব্দে আমার সেই বিশ্বাস ভাঙল
দেখলাম আমি কখন ম্যানগ্রোভ
ঘাড় উঁচু করে শাস নিতে শিখে গেছি
তুমিও কি অসহায় দূরত্বে
অরণ্য বলেই ভাবতে শিখেছ।
✍️অচিন মানুষ


-


15 FEB 2020 AT 23:17

মৃত্যু আসন্ন যেনেও
আমাকে শব্দের মিছিল করতে হয়
তুমি অপ্রাসঙ্গিক নও
এটাও জানি
আমার শব্দগুচ্ছে তবু রক্তের টান

নবীনা কিশোরী তুমি ভালো থেকো
আমি ফিরে আসবো কোনদিন


-


8 FEB 2020 AT 15:07

আমি তোমাকে ভালোবাসি
এভাবে মিথ্যের অভিধান বড়ো করতে চাই না
স্বপ্ন ক্ষয় ,দুর্বৃত্তের লড়াই
এসবের মাঝখানে তুমি আমার সমাধি
যেখানে ফুল দিয়ে দেবতারা সাজিয়ে চলেছে স্বর্গরথ
তুমি আর আমি নবীন দূত
যমজ রাত্রির বুক থেকে চিনে নিচ্ছি আমাদের।


-


1 FEB 2020 AT 9:20

কখনো ফিরে আসতে হয়,
চাইলেই সব নক্ষত্র এক রাশিতে মিলে না
অন্তিম লগ্নেই এভাবে হারিয়ে যায।

-


30 JAN 2020 AT 0:20

পথরেখায় ভুল ভগ্নাংশের ইর্ষা
হাতের মুঠোর অল্পতায়
তুমি আলোকবর্ষের যুগে ঘুড়ি
আকাশে মেঘের ফলক কেমন অচেনা
গাছেদের গায়ে হলুদ বসন্ত
খুলে যায় পুরানো শীতের সবুজ আদর
আলো ফুরিয়ে যায় দিন দিন
ফিরে আসেনা মাঠের রাখাল
ফিরে আসেনা আদিম জ্যোৎস্না
আর ভালো লাগে না ভুলচুক পৃথিবীর অভিযান
তুমি লিখে দাও শীতের শরীরে অল্প রৌদ্দুর।
✍️অচীন মানুষ










-


28 JAN 2020 AT 23:42

সুখ নেই এ জন্মের ঘরে
অদ্ভুত বন্ধ্যাত্ব বুকে
শীতের শরীরে তুমি কখনো হাত ডুবিয়ে দেখনি
অস্পষ্ট নক্ষত্রের মতো স্পষ্ট আলো নিয়ে
মিশে গেছ কালপুরুষের বর্ণিত আলোক শয্যায়
এ শরীরের মৃত্যুক্ষয় মাদোলের মতো ধিমি ধিমি বাজে
মানসিক শান্তির স্থীরতা নিয়ে কখনো
তুমি লিখে রাখো আমার পরাজয়তার গল্পে তুমি এক অন্য নায়িকা....

-


28 JAN 2020 AT 18:13

স্বপ্ন ভালো থেকো আজ আমি অন্য বিষাণ
বুক কাঁপেনা আর মৃত্যুর অন্তিম মুহূর্তে ঘর ভাঙলে।

-


27 JAN 2020 AT 23:29

অস্পষ্ট আলো....
রাস্তায় বণিতাদের খদ্দের ধরার ভিড়
মুখোমুখি তুমি আর আমি
সামনে যাবে ,না পিছিয়ে আসবে
ঘাতকের দল বাতাসের আঁচে।




-


27 JAN 2020 AT 6:47

স্মৃতি গুলো এখনো আছে
গানের কল খুললে
তাই খুব কষ্ট হয়
অবস্থান বদলেছে
কিন্তু জীবন জিজ্ঞাসা পরিবর্তন হয়নি।

-


Fetching অচিন মানুষ Quotes