আজও যদি মনে অবশিষ্ট থাকে কিছু,
তবে ফিরিয়ে নিও না মুখ, থেকো না নিশ্চুপ।
আমার শরীরে পড়বে হতাশার প্রলেপ,
বিষধর হবে মন, অশ্রুলিপ্ত হবে জীবন;
অনাকাঙ্ক্ষিত হবে যোগ,
থেকে যাবে চিরকাল শোক!
-
তুমি জেল ভর আমি রেওয়াল লিখব
তুমি এফ আই আর লেখ, আমি... read more
স্মৃতির গুচ্ছ মন অরণ্যে
ঝড়ের শুধু পূর্বাভাস
সুদূর প্রান্তে পথ হারিয়ে
বাঁক নিয়েছে উপন্যাস-
যাচ্ছে সময়,বাড়ছে বয়স,
মাথার উপর চাপের ধস,
বেয়াদবি কম, সামনে জম
পাচ্ছি নাকো জীবন রস!
আমি শান্ত, শরীর ক্লান্ত
দিক ভ্রান্ত, জীবন জ্যান্ত;
শরীরে ছাপ, বাড়ছে পাপ
হয়নি তবু মন ক্ষান্ত।
দেওয়াল আঁকা, হৃদয় ফাঁকা
সুখের চাকা, হারিয়েছে কাকা
জীবন আমার ঝাকানাকা।-
দিনান্তে জীবন যাপন, শুধুই বাড়ে বিস্বাদ রোগ।
তোমায় নিয়ে প্রথম লেখা, আমৃত্যু সঙ্গী হোক।।
-
যারা ভুলে গেছে
তারা ভুল বুঝে চলে গেছে।
তাদের আর পিছু থেকে ডেকে লাভ নেই।
তারা চলে গেছে,
রেখে গেছে কিছু কাঁটা আমার পায়ের সামনেই।।-
আজও এ-বুক বয়ে যায় শুধুই হতাশার স্রোত!
উঠে আসে ভেঙে যাওয়া স্বপ্নের ঢেউ।
এ-বুকে একে একে আছড়ে পড়েছিল অনেক কিছুই;
তবুও এ-বুকে ক্ষত ছাড়া আছড়ে পড়েনি কেউ।।-
তোমাকে নিয়ে লেখা গল্প অল্প নয়
তোমাকে নিয়ে আকাঁনো জীবন
স্বল্প নয়
আমি যে তোমার ছবিটি ও এঁকে রেখেছিলাম আল্পনায়।
কে জানতো তুমি যে শুধু থেকে যাবে আমার কল্পনায়!-
তুমি তো ছিলে সবখানেই, ছিলেনা শুধু পাশে।
হৃদয় পুড়িয়ে খাচ্ছে সিগারেট, তোমার অবকাশে।।
-
জীবনটা কোনো কবিতা নয়
জীবনটা নয় কোনো গল্প,
জীবন আস্ত একটা উপন্যাস
তাতে তুমিও মিশে আছো অল্প...-