অবুঝের পেন্সিল   (অবুঝের পেন্সিল)
812 Followers · 20 Following

read more
Joined 22 February 2018


read more
Joined 22 February 2018

আজও যদি মনে অবশিষ্ট থাকে কিছু,
তবে ফিরিয়ে নিও না মুখ, থেকো না নিশ্চুপ।
আমার শরীরে পড়বে হতাশার প্রলেপ,
বিষধর হবে মন, অশ্রুলিপ্ত হবে জীবন;
অনাকাঙ্ক্ষিত হবে যোগ,
থেকে যাবে চিরকাল শোক!

-



স্মৃতির গুচ্ছ মন অরণ্যে
ঝড়ের শুধু পূর্বাভাস
সুদূর প্রান্তে পথ হারিয়ে
বাঁক নিয়েছে উপন্যাস

-



যাচ্ছে সময়,বাড়ছে বয়স,
মাথার উপর চাপের ধস,
বেয়াদবি কম, সামনে জম
পাচ্ছি নাকো জীবন রস!

আমি শান্ত, শরীর ক্লান্ত
দিক ভ্রান্ত, জীবন জ্যান্ত;
শরীরে ছাপ, বাড়ছে পাপ
হয়নি তবু মন ক্ষান্ত।

দেওয়াল আঁকা, হৃদয় ফাঁকা
সুখের চাকা, হারিয়েছে কাকা
জীবন আমার ঝাকানাকা।

-



দিনান্তে জীবন যাপন, শুধুই বাড়ে বিস্বাদ রোগ।
তোমায় নিয়ে প্রথম লেখা, আমৃত্যু সঙ্গী হোক।।

-



দিকবিহীন
গুরুত্বহীন
অশান্তি রোগের ভিড়ে একটু চাই অ্যাসপিরিন।

-



যারা ভুলে গেছে
তারা ভুল বুঝে চলে গেছে।
তাদের আর পিছু থেকে ডেকে লাভ নেই।
তারা চলে গেছে,
রেখে গেছে কিছু কাঁটা আমার পায়ের সামনেই।।

-



আজও এ-বুক বয়ে যায় শুধুই হতাশার স্রোত!
উঠে আসে ভেঙে যাওয়া স্বপ্নের ঢেউ।
এ-বুকে একে একে আছড়ে পড়েছিল অনেক কিছুই;
তবুও এ-বুকে ক্ষত ছাড়া আছড়ে পড়েনি কেউ।।

-



তোমাকে নিয়ে লেখা গল্প অল্প নয়
তোমাকে নিয়ে আকাঁনো জীবন
স্বল্প নয়
আমি যে তোমার ছবিটি ও এঁকে রেখেছিলাম আল্পনায়।
কে জানতো তুমি যে শুধু থেকে যাবে আমার কল্পনায়!

-



তুমি তো ছিলে সবখানেই, ছিলেনা শুধু পাশে।
হৃদয় পুড়িয়ে খাচ্ছে সিগারেট, তোমার অবকাশে।।

-



জীবনটা কোনো কবিতা নয়
জীবনটা নয় কোনো গল্প,
জীবন আস্ত একটা উপন্যাস
তাতে তুমিও মিশে আছো অল্প...

-


Fetching অবুঝের পেন্সিল Quotes