দিনান্তে জীবন যাপন, শুধুই বাড়ে বিস্বাদ রোগ।
তোমায় নিয়ে প্রথম লেখা, আমৃত্যু সঙ্গী হোক।।
-
তুমি জেল ভর আমি রেওয়াল লিখব
তুমি এফ আই আর লেখ, আমি... read more
যারা ভুলে গেছে
তারা ভুল বুঝে চলে গেছে।
তাদের আর পিছু থেকে ডেকে লাভ নেই।
তারা চলে গেছে,
রেখে গেছে কিছু কাঁটা আমার পায়ের সামনেই।।-
আজও এ-বুক বয়ে যায় শুধুই হতাশার স্রোত!
উঠে আসে ভেঙে যাওয়া স্বপ্নের ঢেউ।
এ-বুকে একে একে আছড়ে পড়েছিল অনেক কিছুই;
তবুও এ-বুকে ক্ষত ছাড়া আছড়ে পড়েনি কেউ।।-
তোমাকে নিয়ে লেখা গল্প অল্প নয়
তোমাকে নিয়ে আকাঁনো জীবন
স্বল্প নয়
আমি যে তোমার ছবিটি ও এঁকে রেখেছিলাম আল্পনায়।
কে জানতো তুমি যে শুধু থেকে যাবে আমার কল্পনায়!-
তুমি তো ছিলে সবখানেই, ছিলেনা শুধু পাশে।
হৃদয় পুড়িয়ে খাচ্ছে সিগারেট, তোমার অবকাশে।।
-
জীবনটা কোনো কবিতা নয়
জীবনটা নয় কোনো গল্প,
জীবন আস্ত একটা উপন্যাস
তাতে তুমিও মিশে আছো অল্প...-
দিন শেষে সব ভুলে যাই, অভিমান জুড়ে থাকতে চায় না মন।
আমি অপেক্ষায় থাকি তোমার; কখন আসবে টেলিফোন।।-
মূর্ছা যাওয়া শহর জীবনে,
কেউ ভুলে যায় প্রথমআলাপ।
কেউবা স্মৃতি নিয়ে বেঁচে থাকে,
সঙ্গে থাকে মজে যাওয়া চ্যাপ্টা গোলাপ।।-