-:আনকোরা :-
আমি সবার বলা প্রেমিকটাও চাই শুধু একজনের হতে। শুধু একজনের।
একটা আনকোরা প্রেমিক শহরে আসে। ধীরে ধীরে সে শহরের প্রেমে পড়ে যায়, কিন্তু শহর তার প্রেমে পড়েনি শুধু তাকে শহুরে বানাতে চেয়েছিল !
তাদের প্রেম পাওয়া হলো না। বিচ্ছেদ ঘটলো। বোকারা প্রেম করে, আর বুদ্ধিমানেরা বিচ্ছেদ।
চারপাশে হাজারো মানুষের কোলাহল, ভিড়, আনন্দের মধ্যেও নিজেকে উপেক্ষিত এবং সবকিছু অপাসঙ্গিক লাগতে শুরু করে একটা সময়।
বছর খানিকে কেউ শহুরে হয়ে উঠতে পারে না। আর স্মৃতিগুলোকে নিয়ে লিখলেই, সাহিত্যিক হওয়া যায় না।।
শহরকে ভালোবাসা দায়.....🖤-
-:জরাজীর্ণ বসন্ত:-
বসন্তে শুধু পাতা নয় অনেক প্রেমিকরা ঝরে পড়ে থাকে জরাজীর্ণ অবস্থায়। ভালোবাসার মানুষের জন্য যদি বর্ষা হয়, তবে বসন্ত বোকা প্রেমিকের।
অনুপম রায়ের গান, নিকোটিনের ঘ্রাণ এবং জীর্ণ পাতার অভিমান, বোকা প্রেমিকদের ভাবায়, বাঁচতে শেখায়।
জলফড়িংয়েরা, বোবা টানেলে কাটাকুটি খেলায় ব্যস্ত। ফাঁকা ফ্রেমের দিকে তাকিয়ে তারা চিৎকার করে বলছে তারা আজকাল ভালো আছে, তাদেরকে যেন তাদের মতো থাকতে দেওয়া হয়।
দেড়শ বছর আগেও তাদের ঘর-বাড়ি ভেঙেগেছিল। তারাও কারোর হাত আঁকড়ে ধরতে চেয়েছিল, তাদেরও দিনগুলো কেটেছিল নৌকার পালের চোখ রেখে, কিন্তু তারা একা, একা চাতক পাখির মত মিলনের সন্ধানে বলে চলেছে বারংবার "বসন্ত এসে গেছে।।"
-
চরিত্রহীন –৩
প্রিয়, সময়স্রোতে কখনো বা রাত, কখনো আসে দিন। তোমার শহরে কেউ ভালো নয়? সবাই কি চরিত্রহীন ?? 🖤
-
চরিত্রহীন -২
সময়ের স্রোতে ভেসে চলেছি প্রিয়, 'চরিত্রহীন' আখ্যাটি সঙ্গে নিয়ে। শুনলাম ক-দিন পর, তোমার নাকি একটা চরিত্রহীনের সাথে বিয়ে ??-
-:ট্রেন্ডিং:-
সবাই এখন ট্রেন্ডং প্রিয়, এটাই এখন ট্রেন্ড। সবকিছু এখন ফাস্টফরওয়ার্ড, হোয়াটস্অ্যাপেই সেন্ড।।
ফেইসবুকেতেই কমেন্ট শুধু, হোয়াটসঅ্যাপে যত কথা। সামনাসামনি দেখলে কেবল, শুধুই নীরবতা।।
খেলাধুলা প্রায় অতীত এখন, চিকেন ডিনার টাই বেস্ট। ভাবছে সবাই কবে হবে, নোভেল করোনার নির্মূল-নিঃশেষ।।
বেঁচে থাকতে নেইনা খবর, নেইনা কেউ খোঁজ। মরলে পরেই, সোস্যাল মিডিয়ায় স্ট্যাটাস তখন রোজ।।
তবে যাই হোক, আমিও কিন্তু ট্রেন্ডিং প্রিয়, আমিও নই বাদ। আবার হবে পরের কবিতা, আজ না হয় এই পর্যন্তই থাক।।
-
-: প্রশ্ন :-
ঘড়ির কাঁটায় তখন রাত ১২ টা।
একাকিত্ব আসে, কিন্তু তুমি কোথায় ??
এবার কি তাহলে চাকরিটা পাবো ? না আবার সেই দাদাদের পা চাটতে হবে ?? কিন্তু আমি কি চাকরি করবো ??
কিন্তু ১৪০ কোটি মানুষ কি করবে ?? ইউটিউব এ চ্যানেল খুলবে ? না চাকরি করবে ??
আমি এইসব ভাবছি কেন?? আমি তো একজন সাধারণ মানুষ ।।
-
মনে পড়লেই বিরম্বনা যত, ভুলে গেলে তো বেশ হয়। প্রেম তো অভিনেতারা করে, আর মানুষ করে অভিনয়।।🖤
-
বাংলা বলতে কষ্ট, বাঙালি বলে ভয়,
বাংলা আমার মাতৃভাষা করবে বিশ্বজয়।।
বাংলা মানেনা ধর্ম কোনো, বাংলা চেনে না জাতি
তাই আমরা স্ব-গর্বে বলি আমরা বঙ্গবাসী।।
বলছি না খারাপ কিছু অন্য ভাষায় বললে কথা
বাঙালি হয়ে জন্মেছো বস্, এই কি তোমাদের
বাংলার প্রতি ভালোবাসা??
তাহলে চিন্তা কিসের, বঙ্গভূমির সন্তান যখন তুমিও বাংলা বলো। বাংলাটা ভালোবাসে, বাঙালি হয়ে চলো।
-
চরিত্রহীন -১
সময়টাকে সময় দিতে বলেছিলাম প্রিয়, প্রেমিককে নয়। প্রেমিকরা কেউ ভালো নয়, সবাই চরিত্রহীন ই হয়।। 🖤
-