প্রাণ ফিরে পায় কাঠামো, শারদীয়া আসে;
প্রতি ভোরই মহালয়া, তুমি থাকলে পাশে... ♥️-
অভিষেক বর্মন
772 Followers · 8 Following
জন্ম থেকেই আজ অবধি এক জিজ্ঞাসু আমি
তাই আনকোরা কলমবাজ হয়ে সাহিত্যে নামি... ❤️
তাই আনকোরা কলমবাজ হয়ে সাহিত্যে নামি... ❤️
Joined 27 February 2020
25 SEP 2022 AT 19:05
19 MAR 2022 AT 12:00
বুকের মাঝে ফুটলো পলাশ, তুমি এলে যবে;
এই কপালের তুমিই আবীর বসন্ত উৎসবে...-
18 OCT 2021 AT 23:20
দিন চারেকের জন্য উমা ছিল বাপের ঘরে;
তার স্মৃতি রয়ে যাবে শত বিজয়ার পরেও...-
14 OCT 2021 AT 18:13
জীবন আসলে নবমী নিশি, রেখে চলে যায় দ্বিধায়!
আগলে রাখা, মায়ার বাঁধন; সত্য একটাই - বিদায়...-
12 OCT 2021 AT 10:43
সপ্তসুরে আগমনী গান, কলাবউ কাটলো ফিতে;
কথা ছিল সাত পাকে বাঁধার, তবু একা সপ্তমীতে...-
9 DEC 2021 AT 22:48
শিল্পী মরে
অগোচরে,
রাজার মুখে কুলুপ তো!
চড়ুই ঘোরে
অন্য দোরে,
বাবুই প্রায় বিলুপ্ত...
-
15 OCT 2021 AT 13:32
অস্ত গেল দিন চারেকের আনন্দেরা!
মিলিয়ে গেল নিয়ন আলো এক এক করে;
মেয়ে ছেড়ে যায় চোখের জলে বাপের ডেরা,
কাঠামো নিয়ে ঘাটের দিকের রাস্তা ধরে...-
13 OCT 2021 AT 13:07
তুমি কাছে এলে প্রাণ পেল আজ, বুকের বন্ধ্যা জমি;
হাতে হাত ধরে শাড়ি পাঞ্জাবি, সেটাই মহাষ্টমী...-
6 OCT 2021 AT 12:33
অবহেলার রেডিওতেও আলোর বেণু বাজে...
পারলে ফিরে এসো আবার দেবীপক্ষের মাঝে।-