Abhishek Dey   (Abhi)
2.5k Followers · 130 Following

Joined 11 March 2017


Joined 11 March 2017
4 SEP 2022 AT 10:16

স্বপ্ন দেখার সাহস বড়ই অদ্ভুত একটা ব্যাপার।
একটা ঘুড়ি কিনেই বিশ্বাস করা যায়,
গোটা আকাশটা নিজের।

-


2 SEP 2022 AT 20:25

আর তারপর,
অভ্যেস বলতে আমরা বুঝতে শিখব -
সিগন্যালের সাথে সুসম্পর্ক,
ভিড়ের কাছে জমা রাখা একাকিত্ব।

-


2 SEP 2022 AT 19:00

পায়ে হাঁটা দূরত্বের কোনো সংজ্ঞা নেই।
কেমন আছে পথের মন?
কে যাবে সাথে?


জেদ থাকলে এক চুলও এগোনোর নেই ,
আন্তরিকতা থাকলে আলোকবর্ষ।

-


18 JAN 2021 AT 7:28

কথায় কথায় সব কথার মানে খুঁজতে চাওয়ার অসুখ সেরে উঠুক তোমার।

-


17 JAN 2021 AT 22:49

সব আলাপের গন্তব্য খুঁজতে গিয়ে আস্তে আস্তে অভিযোগের সাথে দেখা হয়ে যায়।

-


10 JAN 2021 AT 9:50

তোমার খোলা চুলের স্নিগ্ধতার কাছে কবিতার ধর্ম ভিজে থাকা।

-


6 JAN 2021 AT 12:49

হঠাৎ চিঠি লেখা থেমে গেলে ঠিকানাদের সংসার ভেঙে যায়।

-


6 JAN 2021 AT 8:56

শীত এলে পাতারা জানে খাতা জমা দেওয়ার সময় হয়ে এলো।

-


3 JAN 2021 AT 21:04

একসাথে হাতে হাত রেখে রাস্তা পেরোনো কিছু মুহুর্তর নাম 'আজীবন' রাখা যায়।

-


21 DEC 2020 AT 8:29

তোমার জীবন : অর্ধেক পরিণতবোধ, অর্ধেক আত্মপ্রত্যয়,আর বাকিটা আমি।

-


Fetching Abhishek Dey Quotes