ব্যস্ত জীবন
মায়ার বাঁধন
তোকে ভাবি যখন
প্রাণের চেয়েও প্রিয়জন।।
💞💗💕-
ব্যস্ত জীবন
মায়ার বাঁধন
তোমায় ভাবি যখন
প্রাণের চেয়েও প্রিয়জন ||
💕💗💞-
পথে চলতে চলতে অনেক বাধা আসবে
একা লাগবে
দুর্বল লাগবে
Depression তোমায় ঘিরে ধরবে
ভয় তোমাকে বাঁচতে দেবে না
কিন্তু থেমে থাকলে চলবে না
চলতেই হবে
জীবনের পথে ।।
-
রোজ একই পথ একই ভাবে উদ্দেশ্যহীন ভাবে হাঁটা...
আবার ক্লান্ত হয়ে সেই পথ ধরেই ফিরে আসা...
কোনো একদিন হয়তো গন্তব্য খুঁজে পাবো...
সেই আশা...
💭💭💭
-
বন্ধুরা
যদি আপনি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে খুব বেশি দুশ্চিন্তা করবেন না।
কারণ -
" খারাপ সময়ের " ও একদিন খারাপ-সময় আসবে।
Don't Allow Anxiety to Fool You Thinking,
This is How Life Will Be Forever.
🍂 ANXIETY FOOLS US 🍂
- Gaur Gopal Das-
ছোট বেলার বন্ধু
স্কুল এর বন্ধু
কলেজ এর বন্ধু
পাড়ার বন্ধু
পড়ার ব্যাচ এর বন্ধু
সব একদিন শুধু ফেসবুক এর friendlist এ থেকে যায়।
পড়ে থাকে শুধু unfiltered কিছু স্মৃতি।।
💭💭💭💭💭💭
🍂🍂🍂🍂🍂🍂-
ডাক দিয়ে দেখো একবার,
সাড়া তুমি পাবেই ।
মুখ ফুটে বলো একবার,
উত্তর তুমি পাবেই ।
হাত বাড়িয়ে দেখো একবার,
বন্ধু তুমি পাবেই ।।-
স্রোত এর বিপরীতে পথ চলা টা হয়ত অভ্যাসে দাঁড়িয়ে গেছে।কখনো আঘাতের আশঙ্কা, কখনও বা পড়ে যাবার ভয়।কিন্তু অভিযান থামেনি।নতুন কিছু আবিষ্কার এর আশা বা উৎপত্তিস্থল খোঁজার নেশা।
আজ আবার বেড়িয়ে পরলাম।আরব বেদুইন এর মতন আমার ঊট নেই, কিন্তু পথ চলার জন্য তেপান্তরের মাঠ আছে।পথে হয়ত দেখা মিলতে পারে ব্যঙ্গমা-ব্যঙ্গমীর,কিম্বা ঘুমন্ত রাজকন্যার দেশ।কিন্তু থামা যাবে না।
এই অভিযান শেষ হবে কিনা যানিনা।হয়ত 'আমার পথ চলাতেই আনন্দ'।
কোনো কিছু অর্জন করা,নাকি সেই অর্জনের অভিজ্ঞতা-কোনটা কে আগে রাখবো?
-
আমরা যারা বেসরকারী কর্মচারী তাদের জীবন অনেকটা এই কলম টির মতো যতো দিন কালি থাকবে তত দিন বুক পকেটে শেষ হলেই ডাস্ট বিনে ছুঁড়ে ফেলে দেবে ||
কলমে - Pankaj Dey...-